কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠিত

বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আয়োজনে ঢাকার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অভিষেক অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আয়োজনে ঢাকার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অভিষেক অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আয়োজনে ঢাকার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্মৃতির হাত ধরে বগুড়া থিয়েটারের আলোয় স্লোগানে ‘নাট্য সূত্রে বাঁধা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠনের পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর সম্প্রতি বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াত বগুড়ার প্রবীণ রূপসজ্জাকর আইয়ূব উদ্দীন, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক রেজাউল বারী ঈসা ও লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর উপস্থিত অতিথিরা সাজু আহমেদ ও মাহমুদুল হাসান মিথেন সম্পাদিত ভাঁজপত্র’র মোড়ক উন্মোচন করেন।

‎‎শুভেচ্ছা কথনে সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব ফজলুল হক সাকী স্বাগত বক্তব্য রাখেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের অনুষ্ঠান সম্পাদক শাহ আলম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী, সাংগঠনিক সম্পাদক সাইদ রিংকু, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান নির্দেশক ড. সাইদুর রহমান লিপন, ঢাকার নাট্য সংগঠন থিয়েটার এর সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, বগুড়া থিয়েটারের যুগ্ম আহবায়ক রুবল লোদী ও যুগ্ম আহবায়ক আনিসুর রহমান কবির, বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অন্যতম অগ্রজ গণমাধ্যম ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী শান্ত মাহমুদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জনি, সদস্য আল কুবরুন নাহার কসমিক, বুলবুল আহমেদ জয়, ফিরোজ আহম্মেদ প্রমুখ।

‎‎সূচনা নৃত্য পরিবেশন করেন ঐশী রায়। শিকড়ের গান পরিবেশন করেন জুলফিকার হুসাইন সোহাগ ও তার দল। ‎গানের পর সুর ও লহরী নিয়ে হাজির হোন বিশিষ্ট তবলা বাদক পৌষরাম সরকার ও বংশীবাদক নির্ঝর অধিকারী। কাওয়ালী ও নাটকের গান পরিবেশন করেন দল অন্যরকম এর সদস্য অলক পাল, সোবহানী বাপ্পী, বায়োজিদ নিবির, সানাউর রহমান, রবিউল করিম।

‎‎এরপর বগুড়া থিয়েটারের সাড়া জাগানো তিনটি ও কলেজ থিয়েটার বগুড়ার একটি নাটকের অংশবিশেষ মঞ্চায়িত হয়। তৌফিক হাসান ময়না রচিত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশিত ‘কথা পুণ্ড্রবর্ধন’ নাটকের অংশবিশেষ পরিবেশন করেন নাট্যকর্মী রুবল লোদী, সোমা ফারহা মুমু, লেনিন ফিরোজী ও মাহিন মোহন্ত। ২২ বছর পর দুই বাংলার প্রশংসিত নাটকটির জন্য মঞ্চে দাঁড়িয়ে আপ্লুত হোন বগুড়া থিয়েটারের অভিনয়শিল্পীরা। তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় ‘দ্রোহ’ নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করেন অলক পাল ও দীপাবলী মুখার্জী। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা নাট্যাচার্য ড. সেলিম আল দীন রচিত ও তৌফিক হাসান ময়নার নির্দেশনা এবং জুলফিকার হুসাইন সোহাগ এর সহর্নিদেশনায় ‘কিত্তনখোলা’ নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করেন জুলফিকার হুসাইন সোহাগ, হান্নান শাহ্. রেজওয়ান রাফি। সবশেষে তৌফিক হাসান ময়না রচিত ও সাইদুর রহমান লিপন নির্দেশিত ‘কৈবর্ত বিদ্রোহ’ নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করেন রুবল লোদী, জুলফিকার হুসাইন সোহাগ ও মাহমুদুল হাসান মিথেন।

‎‎নাটক মঞ্চায়ন শেষে আগুনের খেলা প্রদর্শন করেন ফজলুল হক সাকী। এরপর র‌্যাফেল ড্র এবং সমাপনী কথন। সমাপনী কথনের পূর্বে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক শেষে উক্ত আয়োজনের সাথে সম্পৃক্ত এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আহবায়ক জুলফিকার হুসাইন সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মিথেন ও যুগ্ম সদস্য সচিব সিজুল ইসলাম।

‎‎এই মিলনমেলায় ঢাকায় অবস্থিত বগুড়া থিয়েটার ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠন কলেজ থিয়েটার, লিটল থিয়েটার ও ভোর হলো বগুড়ার অগ্রজ-অনুজ নাট্যকর্মী ও তাদের পরিবার পরিজন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, বাংলাদেশ গ্রাম থিয়েটারেরসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবুধাবিতে বিশ্বের প্রথম ‘নেট জিরো এনার্জি’ মসজিদ

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

আয়কর দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব : তাসকীন

হজ প্যাকেজ ঘোষণা রোববার

সেন্টমার্টিনে ভ্রমণ কখনোই বন্ধ করা হয়নি : পরিবেশ উপদেষ্টা 

যেভাবে মিলবে টানা ১৬ দিনের ছুটি

পকেটে দীর্ঘক্ষণ মোবাইল রাখলে কি পুরুষের শুক্রাণু কমে যায়? 

ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না : রিজভী

ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

১০

হাসিনার ষড়যন্ত্র রুখতে পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি : সরওয়ার 

১১

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

১২

এনসিএলে সিলেট চট্টগ্রামের জয়

১৩

ডাকসু নির্বাচনে দায়িত্বে থেকেও অনিয়মের অভিযোগ সাদা দলের দ্বিচারিতা : ইউটিএল

১৪

নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

১৫

নবীজির (সা.) প্রিয় ফল কী ছিল, জেনে নিন

১৬

মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

১৭

১২ দলীয় জোট / নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কয়েকটি দলের সঙ্গে বৈঠক

১৮

কবজিবিহীন হাত দিয়ে ঘুষি মেরে ইট-পাথর ভাঙেন শামীম

১৯

গ্রিন ডট লিমিটেডের স্নাকি নাইট অনুষ্ঠিত

২০
X