বেনাপোল কাস্টম হাউসের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (০৭ অক্টোবর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ কোট ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রাখার প্রাথমিক সত্যতা মিলেছে।
এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন