

পঞ্চগড়ের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন দুদকের আলোচিত সাবেক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান। রোববার (৯) প্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া এক প্রজ্ঞাপনে তাকে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।
বর্তমানে পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসাবে দায়িত্বে ছিলেন মো. সাবেত আলী; তাকে বদলি করে এখন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়াও, একসঙ্গে বেশ কয়েকটি জেলার জন্য নতুন জেলা প্রশাসক নিয়োগ বা পদায়ন ঘোষণা করা হয়—ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, চাঁদপুরসহ আরও কয়েকটি জেলায়। এই কার্যক্রমের মধ্যে দুই দিনে মোট ২৯টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, কাজী সায়েমুজ্জাম দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংকের ভল্টে অভিযান চালিয়ে আলোচনায় আসেন। বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের গোপন ভল্টের তথ্য সায়েমুজ্জামানেই প্রথমে সামনে আনেন। এরপর সায়েমুজ্জামানের বিরুদ্ধে আপত্তি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে তাকে প্রথম সংশ্লিষ্ট অনুসন্ধান ও পরে দুদক থেকে সরিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্তব্য করুন