শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

২৩ জেলায় নতুন ডিসি

বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরো ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে।

এর আগে দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্য গত রোববার ১৪ জেলায় এবং তার আগের দিন গত শনিবার রাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।

পদায়নকৃত জেলা প্রশাসকদের মধ্যে রয়েছে– নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অন্য আদেশে তথ্য মন্ত্রণালয়ের শাহেদ মোস্তফাকে পাবনা, বাণিজ্য মন্ত্রণালয়ের রেজাউল করিমকে ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের এনামুল আহসানকে রংপুর, আশেক হাসানকে যশোর, তথ্য মন্ত্রণালয়ের ড সৈয়দ এনামুল কবিরকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব শফিকুল ইসলামকে নোয়াখালী, আলম হোসেনকে গাজীপুর, মাকসুদুর রহমানকে গাইবান্ধা, অন্নপূর্ণা দেবনাথকে কুডিগাম, জাহাঙ্গীর আলমকে মাদারীপুর, তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজার, খায়রুল আলম সুমনকে বরিশাল, তাছলিমা আক্তারকে বরগুনা, নাজমা আশরাফীকে রাঙামাটিতে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনী তপশিল ঘোষণার পর থেকে ভোটের ফল গণনা পর্যন্ত এ কর্মকর্তারা যুক্ত থাকেন। এ দায়িত্ব পাওয়ার পর তারা পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেন। শেষ পর্যন্ত ভোটের মাঠের প্রশাসনটা সাজান তারা।

এদিকে ৮টি জেলার ডিসিকে প্রত্যাহারের পর নতুন করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগের উপসচিব, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব, লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব, চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব, নেত্রকোনার ডিসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এবং কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএমএফ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমরান কাদির

বিএনপি জনগণের দল : বাবুল

প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে : গয়েশ্বর

জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই : সেলিমুজ্জামান 

সম্পাদক পরিষদের নতুন সভাপতি কমিটি 

২৩ জেলায় নতুন ডিসি

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র-জনতা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের ক্রাশ প্রোগ্রাম

চট্টগ্রামে ৫০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

১০

অপসো স্যালাইন শ্রমিকদের প্রতীকী অনশন

১১

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

১২

কুমিল্লার প্রাচীন জগন্নাথ মন্দিরের জমি উদ্ধার

১৩

চট্টগ্রাম চেম্বার নির্বাচন / এবার রিটের বাদীকে আদালত অবমাননার নোটিশ

১৪

মালদ্বীপে নৌকাডুবিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন নিয়ে যা জানা গেল

১৬

‘গণভোট আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি’

১৭

শেষ মুহূর্তের ধাক্কায় নেপালের বিপক্ষে জয়ের হাসি হারাল বাংলাদেশ

১৮

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, জানা গেল নেপথ্যের ঘটনা

১৯

দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল

২০
X