কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আবার বাড়ল স্বর্ণের দাম, ৩ সপ্তাহের সর্বোচ্চে কেনাবেচা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর ঋণের পরিমাণ আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ধাতুটির দাম। একই সঙ্গে বিলম্বিত মার্কিন অর্থনৈতিক তথ্য প্রকাশ ফেডারেল রিজার্ভের সুদহার নীতির দিকনির্দেশনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে বলে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন। এতে দাম ফের পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

আজ লন্ডন সময় সকাল ১০টা ১৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৩৫.৫৬ ডলারে দাঁড়ায়। যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৪০.১০ ডলারে লেনদেন হয়।

ইনপ্রুভডের মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো পাসকাল বলেন, ‘মূল্যবান ধাতুগুলোর দাম ইক্যুইটির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে। ব্যবসায়ীরা ফেডের নরম নীতি বা সুদহার হ্রাসের সম্ভাবনা আগাম বিবেচনায় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় শুরু হলেও এটি ঋণের পরিমাণ বাড়াবে, যা এই প্রবণতায় বড় পরিবর্তন আনবে না।’

তিনি আরও বলেন, ‘রূপা ও স্বর্ণের প্রকৃত বা শারীরিক চাহিদা এখনো দৃঢ় অবস্থানে রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক সূচকগুলো দুর্বল প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে—যা ধাতুর দামের জন্য সহায়ক।’

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন অর্থনীতি মন্থর হওয়ার ইঙ্গিত এবং সম্ভাব্য সুদহার হ্রাসের প্রত্যাশা স্বর্ণবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা বিক্রি হবে। সর্বশেষ মঙ্গলবার (১১ নভেম্বর) স্বর্ণ ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী নাবিলাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে একজোট হওয়ার আহ্বান হাবিবের

উদার রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান : ডা. তৌহিদুর

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা

জার্নালিজম ভর্তিচ্ছুদের জন্য এসইউবির ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট ২০২৬’

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

নির্বাচনে অংশ নেবেন না আনোয়ার হোসেন মঞ্জু

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ

জকসু নির্বাচন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩

১০

শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

১১

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মনোনয়নপত্র দাখিল

১২

ইন্দোনেশিয়া  / বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

১৩

মনোনয়নপত্র জমা দিলেন আমান

১৪

হলিউডে এ বছরের আলোচিত ডিভোর্স 

১৫

ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের প্রার্থী হচ্ছেন যিনি

১৬

উন্নয়ন হবে মূল লক্ষ্য : মির্জা ফখরুল

১৭

নির্বাচন করবেন না মাহফুজ আলম

১৮

কারওয়ান বাজারে চাঁদা বন্ধের দাবিতে ডাকা মানববন্ধনে হামলা

১৯

জকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ

২০
X