কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আবার বাড়ল স্বর্ণের দাম, ৩ সপ্তাহের সর্বোচ্চে কেনাবেচা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর ঋণের পরিমাণ আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ধাতুটির দাম। একই সঙ্গে বিলম্বিত মার্কিন অর্থনৈতিক তথ্য প্রকাশ ফেডারেল রিজার্ভের সুদহার নীতির দিকনির্দেশনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে বলে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন। এতে দাম ফের পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

আজ লন্ডন সময় সকাল ১০টা ১৬ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৩৫.৫৬ ডলারে দাঁড়ায়। যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৪০.১০ ডলারে লেনদেন হয়।

ইনপ্রুভডের মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো পাসকাল বলেন, ‘মূল্যবান ধাতুগুলোর দাম ইক্যুইটির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে। ব্যবসায়ীরা ফেডের নরম নীতি বা সুদহার হ্রাসের সম্ভাবনা আগাম বিবেচনায় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় শুরু হলেও এটি ঋণের পরিমাণ বাড়াবে, যা এই প্রবণতায় বড় পরিবর্তন আনবে না।’

তিনি আরও বলেন, ‘রূপা ও স্বর্ণের প্রকৃত বা শারীরিক চাহিদা এখনো দৃঢ় অবস্থানে রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক মার্কিন অর্থনৈতিক সূচকগুলো দুর্বল প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে—যা ধাতুর দামের জন্য সহায়ক।’

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন অর্থনীতি মন্থর হওয়ার ইঙ্গিত এবং সম্ভাব্য সুদহার হ্রাসের প্রত্যাশা স্বর্ণবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা বিক্রি হবে। সর্বশেষ মঙ্গলবার (১১ নভেম্বর) স্বর্ণ ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত

শেখ হাসিনার রায় নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যে আশা

১১ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

নিজের হৃৎস্পন্দন টের পাওয়া কি স্বাভাবিক, কখন যাবেন চিকিৎসকের কাছে?

দুনিয়া কাঁপানো দখল 

সাংবাদিক সুভাষ সিংহ পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা, যেভাবে জানবেন

সিলেটে বাংলাদেশের জয় এখন সময়ের অপেক্ষা

বাগদান নিয়ে যা বললেন ভারতীয় এই অভিনেত্রী

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে আগুন

১০

মাদক সেবনে বাধা, নির্মাণ শ্রমিককে পিটিয়ে মারল বাবা-ছেলে

১১

বরিশালে গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

১২

আ.লীগের কেন্দ্রীয় এক নেতার ৫ দিনের রিমান্ড

১৩

৫০ বছর বয়সেও খেলবেন রোনালদো!

১৪

সড়কে পড়েছিল লাগেজ ভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা

১৫

লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে : জাগপা

১৬

ভরপেট খেয়েও কমবে ওজন, শুধু মেনে চলুন এই বিশেষ টিপস

১৭

১৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

১৮

দিনাজপুরে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকে গ্রেপ্তার

১৯

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি

২০
X