কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে : গয়েশ্বর

কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে প্রশাসন নিশ্চুপ বসে থাকতে পারে না। জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই প্রশাসনের প্রধান দায়িত্ব ও লক্ষ্য হওয়া উচিত। অনেক রক্তের বিনিময়ে আমরা সূর্যের আলো পেয়েছি। এ আলো যেন অন্ধকারে নিমজ্জিত না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার সময়ে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের পক্ষে থেকে ন্যায় ও সত্যের পথে কাজ করলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল প্রশাসনই পারে দেশের গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠন করতে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীন ও স্বাবলম্বী নারীর চেতনায় জেগে উঠবে আগামী প্রজন্মের বাংলাদেশ। আধুনিক শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি সমাজ গড়তে চাই। ফেব্রুয়ারির নির্বাচনের আগেই এ কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করা হবে, যাতে তরুণরা দেশপ্রেম ও মুক্তচেতনায় অনুপ্রাণিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এ দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। সত্য, সাহস ও ন্যায়ের পথে থেকে আলোকিত বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। জনগণের পক্ষে দাঁড়ানোই এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

তিনি বলেন, কেরানীগঞ্জ বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাসী। তরুণ প্রজন্মের মধ্যে মানবিকতা, ন্যায়বোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে আমাদের কাজ অব্যাহত থাকবে। শিক্ষা ও নারী জাগরণই হচ্ছে প্রকৃত স্বাধীনতার পথ।

পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে দেশপ্রেম, স্বাধীনতা ও নারী জাগরণের বার্তা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, এবং ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো. পাবেল মোল্লা।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ এ.টি.এম. বজলুর রশীদ খন্দকার, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোহাম্মদ আলী হোসেন, মোকাররম হোসেন সাজ্জাদ, হাজী শহিদুল ইসলাম, আরশাদ রহমান সপু, মতিউর রহমান চঞ্চল, ইমান উল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নির্বাচনে অপরাজেয় খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজার সময় নিয়ে যা জানাল বিএনপি

আপসহীন নেত্রী খালেদা জিয়ার কারাজীবন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

একনজরে খালেদা জিয়া

শেষ মুহূর্তে তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৮টায়

মারা গেছেন বেগম খালেদা জিয়া

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী বিন্দু

১০

দিনাজপুরে খালেদা জিয়াসহ ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

১১

মনোনয়নপত্র জমা দিলেন আল্লামা সাঈদীর দুই ছেলে

১২

ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার

১৩

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

১৪

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

১৬

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

১৭

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

১৮

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

১৯

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

২০
X