

কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে প্রায় চার শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরের বেদখল জমি উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ অভিযানে ছয় শতক জমি উদ্ধার করা হয়।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার সময় মন্দিরটির জমির পরিমাণ ছিল প্রায় ১২০ একর। দখল হতে হতে এখন সেই পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ২০ একরে। তারা মন্দিরের পুরো জমি উদ্ধারে সরকারের সহযোগিতা চান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের এসি ল্যান্ড তানজিনা জাহান বলেন, আদালতের নির্দেশে অভিযান চালিয়ে জমি উদ্ধার করা হয়েছে।
মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক তপন বিহারী নাথ বলেন, আদালতের রায় বাস্তবায়নে আমরা সন্তুষ্ট। এ জমি উদ্ধার মন্দিরের মর্যাদা পুনঃস্থাপনের একটি ইতিবাচক পদক্ষেপ।
এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা অ্যাডভোকেট তাপস বকসি বলেন, এটি চারশ বছরের পুরোনো মন্দির। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষিত কীর্তি হিসেবে নিয়েছে। মন্দিরের ঐতিহ্য রক্ষায় দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে পদক্ষেপ দরকার।
মন্তব্য করুন