কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে তাদের ইউনিফর্ম পরিবর্তনকে উচ্চ গুরুত্ব দিয়েছিল। নতুন ইউনিফর্ম এরই মধ্যে প্রস্তুত হয়েছে এবং তা পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হচ্ছে। পুলিশের এই নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ কেউ বলছেন, পুলিশের নতুন পোশাকটি সন্তোষজনক নয়; যদিও কিছু মানুষ একে ইতিবাচকভাবেই দেখছেন। তারা আশা করছেন, নতুন পোশাকের পাশাপাশি বাহিনীর মানসিকতারও পরিবর্তন আসবে এবং পুলিশ প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসেবে পাশে দাঁড়াবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে পুলিশ বাহিনীর সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের দাবি জোরালো হয়। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য নতুন ইউনিফর্ম অনুমোদন করে। এই উদ্যোগের অংশ হিসেবে আয়রন কালারের (লৌহ রঙের) নতুন পোশাক তৈরি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশসহ সব ইউনিট একই ধরনের এই পোশাক পরবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বর্তমানে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্মের রঙ আলাদা হলেও নতুন ইউনিফর্ম সবার জন্য এক রঙের হবে। ১৬ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটন ইউনিটে নতুন পোশাক পরার কথা ছিল, এবং ঢাকায় তা কার্যকর হয়েছে। তবে জেলা পুলিশ নতুন ইউনিফর্ম পেতে আরও কিছুদিন সময় লাগবে।

সংশ্লিষ্টদের মতে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় পুলিশ বাহিনীর মনোবল উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিগত সরকারের পতনের পর এ পরিস্থিতি আরও জটিল হয়। মনোবল পুনর্গঠনের অংশ হিসেবে বর্তমান সরকার কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা থেকে শুরু করে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব পুলিশের ওপরই বেশি থাকবে। তাই নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসেবে পুলিশকে আরও সক্রিয় ও আত্মবিশ্বাসী করতে নতুন ইউনিফর্ম চালু করেছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির জসীম উদ্দীন হলের একই রুম থেকে বিসিএস ক্যাডার হলেন ইমতিয়াজ-জাকির 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

নাশকতার পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড / এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে : শশী থারুর

সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

শীতে গরম পানি পান করছেন, এটি উপকারী না ক্ষতিকর?

অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস 

১০

হাজী ও নান্না বিরিয়ানির নামে প্রতারণা

১১

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

১২

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

১৩

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

১৪

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১৫

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

১৬

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

১৭

চবি ছাত্রদলের এক নেতার পদ স্থগিত

১৮

অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়: দীপিকা পাড়ুকোন

১৯

বিকেএসপিতে চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিশেষ সেমিনার

২০
X