

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারত একে অপরের মুক্তিযোদ্ধা ও যুদ্ধবীরদের বিজয় দিবস উদযাপনে বিনিময় সফর করছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া আট বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দুজন কর্মরত কর্মকর্তা কলকাতায় পৌঁছেছেন। তারা সেখানে ভারতের বিজয় দিবস উদযাপনে অংশ নেবেন। একইভাবে, সোমবার আটজন ভারতীয় যুদ্ধবীর এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দুজন কর্মকর্তা ঢাকায় পৌঁছান বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে অংশগ্রহণের জন্য।
এই বিনিময় সফর দুই দেশের মুক্তিযোদ্ধা ও যুদ্ধবীরদের জন্য মেলবন্ধন, যেখানে তারা মুক্তিযুদ্ধের স্মৃতি পুনরুজ্জীবিত করেন এবং দুই দেশের বন্ধুত্বের অটুট বন্ধনকে আরও দৃঢ় করেন।
মুক্তিযুদ্ধের বিজয় দুই দেশের সশস্ত্র বাহিনীর যৌথ আত্মত্যাগ ও রক্তের বন্ধনের প্রতীক হয়ে আছে।
মন্তব্য করুন