বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ ম্যানিফেস্টো: ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তরুণদের প্রত্যাশা' সংলাপ

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তরুণদের প্রত্যাশা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরতে এবং তাদের নির্বাচনী ইশতেহারে তরুণদের দাবি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ইয়ুথ পলিসি ফোরাম ও একশনএইড বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে "ইয়ুথ ম্যানিফেস্টো: ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তরুণদের প্রত্যাশা" নামক সংলাপের। ২৫শে সেপ্টেম্বর (সোমবার) আয়োজিত এই সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং তরুণ প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন অংশীজন।

সংলাপের শুরুতেই "ইয়ুথ ম্যানিফেস্টো" জরিপে অংশগ্রহণকারী তরুণদের চাহিদাগুলো তুলে ধরেন ইয়ুথ ম্যানিফেস্টো প্রকল্পের লিড গোলাম মোস্তফা শুভ এবং ডেপুটি লিড ফারজানা ফাহিম আদৃতা। প্রায় ৯টি নীতিগতক্ষেত্রে দেশের ৫২ টি জেলায় পরিচালিত অনলাইন ও অফলাইন জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরিকৃত ইয়ুথ ম্যানিফেস্টোটিতে মোট ৪০ টি দাবি তথ্য-প্রমাণসহ তুলে ধরা হয়। উপস্থাপকরা জানান, তাদের জরিপে ৯৫% তরুণ দাবি করেছেন তারা ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে সাম্প্রতিক মূল্যস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে অবৈধ সিন্ডিকেট ও মজুতকরণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেন। এছাড়াও, ম্যানিফেস্টোতে ৯ টি নীতিগত ক্ষেত্রে পাঠ্যক্রম পরিবর্তন ও শিক্ষাব্যবস্থাকে বাস্তবমূখীকরণ, চর উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা বৃদ্ধির মতো বিভিন্ন দাবি উঠে এসেছে

তরুণদের দাবিগুলো ম্যানিফেস্টো আকারে উত্থাপনের পর শুরু হয় গোলটেবিল আলোচনা যেখানে উপস্থাপনা করেন একশনএইড বাংলাদেশ এর ইয়াং পিপল প্রোগ্রামের ম্যানেজার নাজমুল আহসান। গোলটেবিল বৈঠকের শুরুতেই তরুণদের কাছ থেকে উপস্থাপিত ম্যানিফেস্টোটি নিয়ে জানতে চাওয়া হয় এবং এটিতে তারা কোন সংযোজন প্রত্যাশা করেন কিনা সে বিষয়ে অভিমত চাওয়া হয়। আলোচনার এই পর্যায়ে ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান এবং ‘’দি আর্থ এর প্রোগ্রাম ম্যানেজার মোসলেহ উদ্দিন সূচক জাস্ট ট্রানজিশন প্রক্রিয়ায় তরুণদের সরাসরি জড়িত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া নিয়ে কাজ করার তাগিদ দেন। এছাড়াও বিভিন্ন বক্তারা আলোচনার বিভিন্ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনের আরও গুরুত্বপূর্ণ দিক নিয়ে তরুণদের দাবি-দাওয়ার বিষয়ে আলোকপাত করেন।

আলোচনার পরবর্তী পর্যায়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিরা তরুণদের রাজনৈতিক এবং নীতি প্রণয়ন কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে কী করণীয় তা নিয়ে আলোচনা করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর কুরবান আলী বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত-গ্রহণে তরুণদের অংশগ্রহণের সুযোগ একটি প্রণোদনা হিসেবে কাজ করতে পারে। এছাড়াও জাতীয় পর্যায়ে নীতি প্রণয়নের ক্ষেত্রে সকল পর্যায়ের তরুণদের মতামত উঠে আসা উচিতবলে মনে করেন বক্তরা।

আলোচনার এক পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন। তিনি শিক্ষার মানোন্নয়নে পাঠ্যক্রম আধুনিকায়নে গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাল্যবিবাহ বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ফারহান আরিফ তরুণদের কন্ঠস্বর আরও শক্তিশালী করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ পুনরায় চালু করার গুরুত্ব নিয়ে কথা বলেন।

আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। জাতীয় পার্টির সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আলোচনায় অংশ নিয়ে তরুণদের দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন “জনগনকে জনসম্পদে পরিণত করতে হবে। তাই মানবসম্পদ উন্নয়নে মেগা প্রকল্প হাতে নিয়ে তরুণদের দক্ষতা উন্নয়ন এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে”।

তিনি তার বক্তব্যে ইয়ুথ ম্যানিফেস্টোতে উঠে আসা বিভিন্ন দাবি-দাওয়া জাতীয় পার্টির ম্যানিফেস্টোতে সংযুক্ত করার আশ্বাস দেন। বিএনপির প্রতিনিধি তাবিথ আউয়ালের কথায়ও উঠে আসে তরুণদের দক্ষতা উন্নয়নের কথা এবং তিনি দক্ষতা উন্নয়নের বাঁধা হিসেবে বাংলাদেশে অভিন্ন পাঠ্যক্রম না থাকার বিষয়টিকে চিহ্নিত করেন। তার বক্তব্যে আরও উঠে আসে খাদ্য নিরাপত্তা, সরকারি পরিষেবায় স্বচ্ছতাসহ বিভিন্ন বিষয়। তিনি তার বক্তব্যের সমাপ্তি টানেন বিএনপির পক্ষ থেকে তরুণদের দাবি আদায়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে।

সরকারদলীয় দুই সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং মোহাম্মদ এ. আরাফাত তাদের বক্তব্যে নীতি প্রণয়নে তরুণদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে তা তুলে ধরেন। একই সাথে তারা ইয়ুথ ম্যানিফেস্টোর বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ ইতোমধ্যে কী কী কাজ করেছে তা তুলে ধরেন এবং যেসব বিষয়াদি নিয়ে কাজ হয়নি তা ভবিষ্যতে আওয়ামী লীগের ইশতেহারে তুলে ধরার আশ্বাস দেন। এছাড়াও নাহিম রাজ্জাক সুশাসনের উপর গুরুত্ব দিয়ে বলেন, “এবার আওয়ামী লীগের ইশতেহারই হবে সুশাসনের ইশতেহার।” অন্যদিকে মোহাম্মদ এ. আরাফাত বলেন, “আজকের এই আয়োজন রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে”।

দুই ঘন্টাব্যাপী এই সংলাপটি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তরুণদের প্রত্যাশা পূরণের আশ্বাসের মাধ্যমে শেষ হয়। সংলাপের সমাপণী বক্তব্যে ইয়ুথ পলিসি ফোরাম এবং একশনএইড বাংলাদেশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে তরুণদের সাথে যোগাযোগ অক্ষুন্ন রাখার দাবি রাখা হয় এবং একইসাথে তরুণদের নীতি-প্রণয়নের অব্বিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করার অনুরোধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১০

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১১

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১২

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৩

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৪

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৫

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৬

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৭

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৮

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৯

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

২০
X