কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডিএনসিসিতে সাত দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু

ডিএনসিসিতে সাত দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু। ছবি : কালবেলা
ডিএনসিসিতে সাত দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) । গুলশানে ডিনসিসির নগর ভবনের ষষ্ঠ তলায় ‘আগামীর অনুপ্রেরণা' শিরোনামে ৭৭ চিত্রশিল্পীর আঁকা প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর ভবনে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সাত দিন। প্রদর্শনীটি বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপান, ইতালি, সুইজারল্যান্ড, আলজেরিয়া, মরক্কো, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও নেপালের রাষ্ট্রদূতসহ আরও প্রায় ৫০টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত অন্তত দশটি জাতিসংঘের অঙ্গ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ অন্যান্য প্রতিনিধিরা।

সভাপতির বক্তৃতায় মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এই ভিন্নধর্মী আয়োজনের উদ্যোগ। প্রধানমন্ত্রী কেক কেটে জন্মদিন আয়োজন একদম পছন্দ করেন না। তাই প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭ জন চিত্রশিল্পীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি অংকন করে এবার জন্মদিন উদযাপন করার পদক্ষেপ নিয়েছি। ৭৭টি প্রতিকৃতি সাত দিনব্যাপী প্রদর্শন করা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবাস করেন তাই তাদের এই অনুষ্ঠানে যুক্ত করার সুযোগ পেয়েছি। এ ধরনের আয়োজন সবার মধ্যে সম্পর্ক উন্নয়ন আরও ত্বরান্বিত করবে।

ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশের উন্নয়নের সঙ্গে ঢাকাকে একটি আদর্শ স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসিও নানা পদক্ষেপ গ্রহণ করছে। মাঠ পার্ক নির্মাণ, বৃক্ষরোপণ, অনলাইন হোল্ডিং ট্যাক্স, অনলাইন ট্রেড লাইসেন্স, সবার ঢাকা অ্যাপে অভিযোগ গ্রহণসহ নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে ডিএনসিসি। পরিবেশবান্ধব বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজও শুরু হয়েছে, কল্যাণপুরে নির্মাণ হবে হাইড্রো ইকো পার্ক।

আগত রাষ্ট্রদূতদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন দেশের মেয়ররা অনেক উত্তম কার্যক্রম গ্রহণ করে নাগরিকদের সেবা প্রদান করছে। আমি আহ্বান করছি উত্তম কার্যক্রমের ধারণা ও নলেজ আমাদেরকে শেয়ার করবেন। এতে আমরা আমাদের সিটিকে আরও সমৃদ্ধ করতে পারব। সবার সহযোগিতায় ও পরামর্শে একটি সুস্থ, সচল, আধুনিক স্মার্ট ঢাকা গড়ে তুলতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গভীর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ-মালদ্বীপ কৃষি সহযোগিতায় নতুন অঙ্গীকার

সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না : সাকি

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তথ্য দিলেন সালাহউদ্দিন

পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

১০

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

১১

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

১২

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

১৩

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

১৪

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

১৫

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

১৬

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

১৭

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১৮

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১৯

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

২০
X