কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সম অধিকার প্রতিষ্ঠায় মহানগর পূজা কমিটির ১০ দফা দাবি 

দুর্গোৎসব উপলক্ষে সম অধিকার প্রতিষ্ঠায় মহানগর পূজা কমিটি ১০ দফা দাবি করেছে। ছবি : কালবেলা 
দুর্গোৎসব উপলক্ষে সম অধিকার প্রতিষ্ঠায় মহানগর পূজা কমিটি ১০ দফা দাবি করেছে। ছবি : কালবেলা 

দুর্গোৎসব উপলক্ষে সম-অধিকার, সম-মর্যাদা এবং জাতীয় ঐতিহ্য রক্ষায় ১০ দফা দাবি তুলে ধরেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। বুধবার (১৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

কমিটি মনে করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হলে পুলিশ পাহারায় দুর্গোসবের প্রয়োজন হবে না। এ সময় কমিটির নেতারা বলেন, আমরা চাই না পুলিশি পাহারা আর বিধি নিষেধের মধ্যে সনাতন সম্প্রদায়ের প্রধান এই উৎসব অনুষ্ঠিত হোক।

১০ দফার মধ্যে রয়েছে, দুর্গোৎসবে তিন দিনের ছুটি ঘোষণা, আগামী নির্বাচনের আগেই সংখ্যালঘুদের জন্য ক্ষমতাসীন দলের প্রতিশ্রুত সাত দফা বাস্তবায়ন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল ভবনে উৎসেবর পাঁচ দিন আলোকসজ্জা, সকল মণ্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপমুখি সড়ক মেরামত ও সকল মণ্ডপে বিশুদ্ধ পানি সরবরাহ, হিন্দু ফাউন্ডেশন গঠন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়নে দ্রুত ঘোষণা দেওয়া প্রভৃতি।

সংবাদ সম্মেলনে প্রক প্রশ্নের জবাবে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল বলেন, অশুভ শক্তি দেশে আছে। প্রশাসন ও প্রগতিশিল শক্তির ঐক্যের মধ্য দিয়ে এই শক্তির বিনাশ ঘটাতে হবে। দুর্গা পূজায় হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, সরকার সচেতন থাকলে কিছুই হবে না।

লিখিত বক্তব্যে কমিটির সাধারণ সম্পাদক বলেন, সৃষ্টির সূচনালগ্ন থেকেই সুর অসুরের লড়াই চলছে। কিন্তু সুর শক্তির বিজয় অর্জন করেছে। বিভেদ, বৈষম্য ও সাম্প্রদায়িক ভেদবুদ্ধি স্বার্থান্বেষী মানুষের তৈরি, যারা মূলত আসুরিক শক্তি হিসেবে চিহ্নিত। এই শক্তি সংঘাত ও ধ্বংসের পথে মানুষকে চালিত করে। মহানগর সার্বজনীন পূজা কমিটি প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেই ধর্মের সর্বজনীন ভাবকেই তুলে ধরতে চায়।

আগামীকাল ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে। ২১ অক্টোবর মহাসপ্তমী, ২২ অক্টোবর মহা অষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শারদোৎসবের সমাপ্তি ঘটবে। এবার বিজয়া দশমী পড়েছে মঙ্গলবার। এদিন বিকাল ৩টার পর থেকে প্রতীমা বিসর্জনের কথা বলা হয়েছে। এবার রাজধানীতে পূজার সংখ্যা ২৪৬টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে দশমীতে পলাশীর মোড় থেকে প্রতিবছরের ন্যায় বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। ঢাকেশ্বরী মন্দিরের আরও প্রায় ১২ বিঘা ভূমি পুনরুদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাংবাদিক স্বপন সাহা, মানিক লাল ঘোষ, বীণা সাহা, শৈলেন মজুমদার, ধ্রুব লস্কর, গিরিধারি সাহা, পূরবী মজুমদার, গীতা বিশ্বাস, দিপালী চক্রবর্তী, রবীন্দ্রনাথ বসু, ফাল্গুনী নন্দী প্রমুখ।

এক প্রশ্নের জবাবে মহানগর সার্বজনীন পূজা কমিটি সভাপতি মনীন্দ্র কুমার নাথ বলেন, চলমান অবস্থায় সারা দেশে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা আমরা লক্ষ্য করছি। ধর্মান্ধরা অন্য ধর্মের উপর নির্বিচারে আঘাত হানছে। বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায় কমে যাওয়ার এটাই বড় কারণ জানিয়ে তিনি বলেন, উগ্রবাদ থেকে বেরিয়ে এসে মানবিকতা শেখায় ধর্ম।

দুর্গোৎসবের অষ্টমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে এসে শুভেচ্ছা বিনিময় করবেন জানিয়ে তিনি বলেন, ষষ্টী পূজার দিন অসহায় মানুষের মধ্যে কমিটির পক্ষ থেকে বস্র বিতরণ ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি মহা অষ্টমীতে জেলখানায় খাবার পাঠানো হবে।

তিনি বলেন, আমরা পুলিশ পাহারায় পূজা চাই না। অসাম্প্রদায়িক চেতনা বিরাজ করলে উৎসবে পুলিশ মোতায়েন সহ কোনো নির্দেশনার প্রয়োজন হবে না। মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হলে বিধি নিষিধের বাইরে যে যার মতো করে উৎসব পালন করতে পারবে বলেও মনে করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

পোস্টাল ভোট বিডি অ্যাপ / ২ লাখ ২৪ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

সারজিসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুঃখ প্রকাশ

সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে সড়কে পড়ে যান তানভীর, অতঃপর...

ঘরে মিলল স্ত্রীসহ মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ

আন্তর্জাতিক প্রটোকল মেনেই অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন : সিআইডি প্রধান

১০

এবার দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

১১

কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১২

সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে: শফিকুল আলম

১৩

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন

১৪

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

১৫

গভীর রাতে প্রাণ গেল ৩ জনের

১৬

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

১৭

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

১৮

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

১৯

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

২০
X