বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সম অধিকার প্রতিষ্ঠায় মহানগর পূজা কমিটির ১০ দফা দাবি 

দুর্গোৎসব উপলক্ষে সম অধিকার প্রতিষ্ঠায় মহানগর পূজা কমিটি ১০ দফা দাবি করেছে। ছবি : কালবেলা 
দুর্গোৎসব উপলক্ষে সম অধিকার প্রতিষ্ঠায় মহানগর পূজা কমিটি ১০ দফা দাবি করেছে। ছবি : কালবেলা 

দুর্গোৎসব উপলক্ষে সম-অধিকার, সম-মর্যাদা এবং জাতীয় ঐতিহ্য রক্ষায় ১০ দফা দাবি তুলে ধরেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। বুধবার (১৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

কমিটি মনে করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হলে পুলিশ পাহারায় দুর্গোসবের প্রয়োজন হবে না। এ সময় কমিটির নেতারা বলেন, আমরা চাই না পুলিশি পাহারা আর বিধি নিষেধের মধ্যে সনাতন সম্প্রদায়ের প্রধান এই উৎসব অনুষ্ঠিত হোক।

১০ দফার মধ্যে রয়েছে, দুর্গোৎসবে তিন দিনের ছুটি ঘোষণা, আগামী নির্বাচনের আগেই সংখ্যালঘুদের জন্য ক্ষমতাসীন দলের প্রতিশ্রুত সাত দফা বাস্তবায়ন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল ভবনে উৎসেবর পাঁচ দিন আলোকসজ্জা, সকল মণ্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপমুখি সড়ক মেরামত ও সকল মণ্ডপে বিশুদ্ধ পানি সরবরাহ, হিন্দু ফাউন্ডেশন গঠন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়নে দ্রুত ঘোষণা দেওয়া প্রভৃতি।

সংবাদ সম্মেলনে প্রক প্রশ্নের জবাবে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল বলেন, অশুভ শক্তি দেশে আছে। প্রশাসন ও প্রগতিশিল শক্তির ঐক্যের মধ্য দিয়ে এই শক্তির বিনাশ ঘটাতে হবে। দুর্গা পূজায় হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, সরকার সচেতন থাকলে কিছুই হবে না।

লিখিত বক্তব্যে কমিটির সাধারণ সম্পাদক বলেন, সৃষ্টির সূচনালগ্ন থেকেই সুর অসুরের লড়াই চলছে। কিন্তু সুর শক্তির বিজয় অর্জন করেছে। বিভেদ, বৈষম্য ও সাম্প্রদায়িক ভেদবুদ্ধি স্বার্থান্বেষী মানুষের তৈরি, যারা মূলত আসুরিক শক্তি হিসেবে চিহ্নিত। এই শক্তি সংঘাত ও ধ্বংসের পথে মানুষকে চালিত করে। মহানগর সার্বজনীন পূজা কমিটি প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেই ধর্মের সর্বজনীন ভাবকেই তুলে ধরতে চায়।

আগামীকাল ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে। ২১ অক্টোবর মহাসপ্তমী, ২২ অক্টোবর মহা অষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শারদোৎসবের সমাপ্তি ঘটবে। এবার বিজয়া দশমী পড়েছে মঙ্গলবার। এদিন বিকাল ৩টার পর থেকে প্রতীমা বিসর্জনের কথা বলা হয়েছে। এবার রাজধানীতে পূজার সংখ্যা ২৪৬টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে দশমীতে পলাশীর মোড় থেকে প্রতিবছরের ন্যায় বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। ঢাকেশ্বরী মন্দিরের আরও প্রায় ১২ বিঘা ভূমি পুনরুদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাংবাদিক স্বপন সাহা, মানিক লাল ঘোষ, বীণা সাহা, শৈলেন মজুমদার, ধ্রুব লস্কর, গিরিধারি সাহা, পূরবী মজুমদার, গীতা বিশ্বাস, দিপালী চক্রবর্তী, রবীন্দ্রনাথ বসু, ফাল্গুনী নন্দী প্রমুখ।

এক প্রশ্নের জবাবে মহানগর সার্বজনীন পূজা কমিটি সভাপতি মনীন্দ্র কুমার নাথ বলেন, চলমান অবস্থায় সারা দেশে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা আমরা লক্ষ্য করছি। ধর্মান্ধরা অন্য ধর্মের উপর নির্বিচারে আঘাত হানছে। বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায় কমে যাওয়ার এটাই বড় কারণ জানিয়ে তিনি বলেন, উগ্রবাদ থেকে বেরিয়ে এসে মানবিকতা শেখায় ধর্ম।

দুর্গোৎসবের অষ্টমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে এসে শুভেচ্ছা বিনিময় করবেন জানিয়ে তিনি বলেন, ষষ্টী পূজার দিন অসহায় মানুষের মধ্যে কমিটির পক্ষ থেকে বস্র বিতরণ ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি মহা অষ্টমীতে জেলখানায় খাবার পাঠানো হবে।

তিনি বলেন, আমরা পুলিশ পাহারায় পূজা চাই না। অসাম্প্রদায়িক চেতনা বিরাজ করলে উৎসবে পুলিশ মোতায়েন সহ কোনো নির্দেশনার প্রয়োজন হবে না। মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হলে বিধি নিষিধের বাইরে যে যার মতো করে উৎসব পালন করতে পারবে বলেও মনে করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১০

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১১

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১২

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৩

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৪

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৫

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৬

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৭

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৯

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

২০
X