বিএনপির সমাবেশের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্য হত্যা ও বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার (২৯ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে সমিতির সভাপতি মিজানুর রহমান মামুনের নেতৃত্বে শতাধিক আইনজীবী এই মিছিলে অংশ নেন। এ সময় তারা বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে আদালতে চত্বরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করে বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। তারা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির সামনে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।
মন্তব্য করুন