কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন নারী সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধন হয়। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন নারী সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধন হয়। ছবি : কালবেলা

‘সচেতন নারী সাংবাদিক সমাজ’ আয়োজিত মানববন্ধনে তিনটি দাবি উত্থাপন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। প্রথমত, সাংবাদিকদের ওপর কারা হামলা চালিয়েছে, টেলিভিশনের ফুটেজ দেখে সেটি চিহ্নিত করা। দ্বিতীয়ত, সাংবাদিকদের ওপর হামলার জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত, যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে।

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন নারী সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নেন।

গত ২৮ অক্টোবর বিএনপির রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, যারা সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের কাজই হলো সংবাদ প্রকাশ করা। এমন অন্যায় আচরণ করলে সাংবাদিকরা ভবিষ্যতে বিএনপির সংবাদ সম্মেলন প্রচার থেকে বিরত থাকবে বলেও জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, গত ২৮ অক্টোবর যে হামলা হয়েছে, সেটি নজিরবিহীন। এরই মধ্যে সে হামলা নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। সেই বিভ্রান্তি থেকে জাতিসংঘ পর্যন্ত রক্ষা পায়নি। এটি একটি পরিকল্পিত হামলা ছিল। কিন্তু এখন বিএনপি ও এর মিত্ররা এটি নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এজন্য আমাদের এ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখতে হবে, চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এরা বিচারের কাঠগড়ায় না দাঁড়ায়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা আক্তার দোলা।

তিনি বলেন, সাংবাদিকরা যে কোনো দলের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করেন। তারা কোনো দলের হয়ে কাজ করেন না। তাই তাদের ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিক নিপীড়নে যুক্তদের পরিচয় উন্মোচন করে তাদের সংবাদ বয়কটের করার কথা বলেন তিনি।

সাংবাদিক লাবণ্য ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন সাংবাদিক নেতা মানষ ঘোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দপ্তর সম্পাদক সেবিকা রানী, ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, শাহনাজ ও নাসিমা আক্তার সোমা, ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক নারী সম্পাদক রীতা নাহার, বিবার্তা২৪.নেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, কালবেলার বিশেষ সংবাদদাতা আঙ্গুর নাহার মন্টি, গণমাধ্যম ব্যক্তিত্ব এফ এম শাহীনসহ টেলিভিশন, প্রিন্ট ও অনলাইনের বিভিন্ন সংবাদকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শক

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকালে ৭৫ হাজার কেজি সুতা জব্দ

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা, ২০ ঘণ্টা পর দাফন

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ড

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশে নতুন করে দমন-পীড়ন : এইচআরডব্লিউ

রাকসু নির্বাচন / ১৬ দফার ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তিন দিন পরও হয়নি মামলা

হঠাৎ খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বিপাকে রোগীরা

‘মবোক্রেসি আমাদের ব্যর্থতা, সামাল দেওয়া যায়নি’

‘চন্দন কাঠ’ ভেবে উৎসুক জনতার ভিড়, না বুঝেই চলছে কেনাবেচা

১০

মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে গণসমাবেশ ও মিছিল

১১

ফেসবুকে যে পরিবর্তন আনতে যাচ্ছে মেটা

১২

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৩

বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, শয্যা সংকটে মেঝেতে সেবা নিচ্ছেন রোগীরা

১৪

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

১৫

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

১৬

এক হওয়া ৫ ব্যাংকের কর্মীদের চাকরি নিয়ে প্রেস সচিবের যে বার্তা

১৭

যে কারণে গভীর রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া

১৮

তারেক রহমানের স্মৃতিবিজড়িত বটগাছ যমুনায় বিলীন

১৯

সকালে খালি পেটে ভুলেও খাবেন না যে ৭ খাবার

২০
X