বাংলাসাহিত্যের অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বাংলা একাডেমির সহপরিচালক এসএম জাহাঙ্গীর কবীর এবং ড. মুহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কালজয়ী কথাশিল্পী মীর মশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন