হরতাল-অবরোধসহ নাশকতা পরিহার করে নির্বাচনী ট্রেনে ওঠার আহ্বান জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উওরা জসিমউদদীন রোডের মোড়ে ও চার নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে মিছিল শেষে তারা এ আহ্বান জানান। আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় তারা বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হরতাল-অবরোধসহ নাশকতা পরিহার করে নির্বাচনী ট্রেনে ওঠেন। জনতা আপনাদের সাথে নেই। বাংলার মানুষের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনা পাশেই আছে জনতা। চলমান অবরোধ ও সড়কে ক্ষয়ক্ষতি জনগন প্রত্যাখ্যান করেছে।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর উত্তর সভাপতি নুরুজ্জামান ভুট্টা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লার নেতৃত্বে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির।
এ ছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় যুব ওক্রিয়া সম্পাদক মাসুদ রানা টগর সম্পাদক সৈয়দ আল আমিন অনিক, ঢাকা মহানগর উত্তর সহসভাপতি শেখ সুমন কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।
মন্তব্য করুন