নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের কুমিল্লা বিভাগের আঞ্চলিক প্রধানসহ ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে এটিইউর একটি দল।
রোববার (২৬ নভেম্বর) অ্যান্টি টেররিজম ইউনিটের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন