বাংলাদেশ পুলিশের ৩৫তম উপপরিদর্শক (এসআই) ব্যাচের পরিচালনা পর্ষদের ১৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।
কমিটি গঠনের পর সোমবার (২৭ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে গতকাল রোববার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও গুলশান থানার অফিসার ইনচার্জ বি এম ফরমান আলী এবং সাধারণ সম্পাদক ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে এসআই মো. হান্নান হোসেন তালুকদারকে সভাপতি এবং মফিজুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মন্তব্য করুন