কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের হস্তক্ষেপের জন্য ঐতিহাসিকভাবে রাজনীতিকরা দায়ী : পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের জন্য ঐতিহাসিকভাবে রাজনীতিকরা দায়ী বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, রাজনীতিবিদরা কিছু হলেই মিশনে গিয়ে ধরনা দেন। সম্প্রতি গণমাধ্যম ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এটার জন্য দায়ী। কয়েকটি গোষ্ঠীর কারণে বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়।

সোমবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতা সরকার কমিয়ে দিয়েছে কিনা– জানতে চাইলে ড. মোমেন বলেন, আমাদের সেই ক্ষমতা নেই। আমাদের বন্ধুদেশ যারা তারা অনেক সময় আমাদের উপদেশ দেয়, যেটা ভালো সেটা গ্রহণ করি। অন্যের যদি ভালো উপদেশ থাকে সহায়ক নির্বাচনের জন্য, আমরা এটাকে স্বাগত জানাই। বিশেষ করে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা। সম্প্রতি তারা বলছে, সংঘাতমুক্ত নির্বাচন চায়। আমরাও চাই। কিন্তু সেটা আমরা একা পারব না।

মন্ত্রী আরও বলেন, আমরা চাইব না, বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। তবে সহায়কের ভূমিকা পালন করলে স্বাগত জানাব।

তিনি আরও বলেন, তারা (যুক্তরাষ্ট্র) উন্নত দেশ, তাদের তো আমরা কখনো অগ্রাহ্য করতে পারি না। আমরা তো এ জন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করি।

যুক্তরাষ্ট্রের চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এর বাইরে তারা কিছু চায় না– উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে। আমেরিকা সবসময় বাস্তববাদী। এ সময় মন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, আমরা তাদের (যুক্তরাষ্ট্র) বলব, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তাদের তারা ভিসা পলিসির মধ্যে ঢুকাক। আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করতে চাই না। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা তাদের সঙ্গে আছি, তারা আমাদের সঙ্গে আছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদের একাত্তরে সমর্থন দেয়নি। তারা পাকিস্তান সরকারকে সমর্থন করেছে। কিন্তু আমরা ১৬ ডিসেম্বর স্বাধীনতা পাওয়ার পর আমেরিকা প্রতিনিয়ত আমাদের সমর্থন দিয়ে গেছে। কোনো দিন আমাদের বিরুদ্ধে যায়নি। এটার মানে হচ্ছে তারা আমাদের সঙ্গে আছে।

অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে মোমেন বলেন, জনগণের যদি সম্পৃক্ততা থাকে, জনগণ যদি ভোট দেয় তাহলে সেটা অংশগ্রহণমূলক।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে তিনি বলেন, ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিবিদরা এটার জন্য দায়ী। সম্প্রতি আমাদের মিডিয়াও এটার জন্য দায়ী। কিছু বাঙালি বিদেশি আছে, তারাও এটার জন্য দায়ী। কয়েকটি গোষ্ঠীর কারণে বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। প্রত্যেক দিন মার্কিন মুখপাত্রকে ত্যক্ত করে ফেলে বাংলাদেশি সাংবাদিকরা, বাংলাদেশি লোকেরা।

বিএনপি নির্বাচনে অংশ না নিলেও যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিদেশিরা গ্রহণ করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকার চায় সব দল নির্বাচনে আসুক। যাদের জনসমর্থন থাকবে, তারা তাদের অবস্থান প্রমাণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

কালবেলায় সংবাদ প্রকাশ / ক্যানসার আক্রান্ত সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

১০

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

১১

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

১২

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

১৩

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

১৪

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

১৫

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১৬

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১৭

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৮

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

১৯

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

২০
X