কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রতিষ্ঠানের সেবার মাধ্যমে দেশসেবার আনন্দ পাওয়া যায়’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদান করা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। ছবি : কালবেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদান করা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। ছবি : কালবেলা

প্রতিষ্ঠানের সেবা করার মাধ্যমে দেশসেবার আনন্দ পাওয়া যায় বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, এটি অনন্য কাজ। আপনি দেশের জন্য, মানুষের জন্য, সমষ্টির জন্য কতটা করতে পারলেন সেটির আনন্দ অপার। আমরা সম্মিলিতভাবে নতুন নতুন কাজ, নতুন অংশগ্রহণ এবং নতুন ভাবনা নিয়ে এগিয়ে যাব। স্মার্ট বাংলাদেশের কথা বঙ্গবন্ধুকন্যা বলেছেন। স্মার্টনেস আমার কাছে আর কিছু নয়, এটি হচ্ছে ইনোভেশন। এটি ইমপ্লিমেন্ট করার অদম্য ইচ্ছাই স্মার্টনেস।

রোববার (১০ ডিসেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদান করা প্রশাসনিক কর্মকর্তাদের ২৭ দিনব্যাপী চলা ‘আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে’ প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, প্রতিষ্ঠান একটি বিমূর্ত জায়গা। আপনার যত্নে, ভালোবাসায় প্রতিষ্ঠান ঋদ্ধ হয়। আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ জায়গায় দেখতে চান। নিজেকে ভালো মানুষ হিসেবে দেখতে চান- অনবরত আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। প্রতিষ্ঠানকে যত্ন করার মধ্য দিয়ে আপনার নিজের ভালো থাকা নিশ্চিত হবে। এ কারণেই প্রতিষ্ঠানের জন্য সবসময় আপনার শুভ কামনা থাকতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার পর জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর সমৃদ্ধির দিকে যাচ্ছে। কাজ করার অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে। এই উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীকে আমরা যেদিকে ধাবিত করব মূলত বাংলাদেশ উৎকর্ষতায় সেদিকে যাবে। এই জনগোষ্ঠীকে যত দক্ষ, যোগ্য করে গড়ে তুলব বাংলাদেশ তত দ্রুত উন্নয়নের দিকে যাবে। কেননা একটি সমাজে তরুণ প্রজন্মই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ সমৃদ্ধ ও আত্মমর্যাদার হবে। এ কারণেই তরুণ জনগোষ্ঠীতে সঠিক পথে নিয়ে যাওয়া জরুরি।

রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে ও মানবসম্পদ উন্নয়ন এবং শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্যের সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, চার দিনে ১০৪ জেলের কারাদণ্ড

উচ্ছেদের পর অবৈধ স্থাপনার বৈধতা দিতে তোড়জোড়

ধর্ষণের আলামত গায়েব, ওসিসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সীমান্তে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজধানীতে যুবলীগ নেত্রী লাবণ্য ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির হামজা গ্রেপ্তার

কাঁচা নাকি পাকা পেঁপে, কোনটি ভালো জেনে নিন

পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জ নগরভবন ঘেরাও

টাইফয়েড টিকা : যেসব উত্তর জানা জরুরি

দুদিনের কর্মসূচি নিয়ে জামায়াতের নতুন বার্তা

আফগানিস্তানের সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান রাশিয়ার

১০

২৮০-এর কথা বলে ২২১ রানেই শেষ বাংলাদেশ

১১

ওমানে মাছ ধরে বাসায় ফেরা হলো না ৮ বাংলাদেশির

১২

সাংবাদিক শহীদুল আলমকে আটকে রিজভীর উদ্বেগ

১৩

নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে : কফিল উদ্দিন

১৪

দুদিন পর উদযাপিত হবে জবির এবারের বিশ্ববিদ্যালয় দিবস

১৫

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ফের ইতিহাস

১৬

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি, যেভাবে করতে হবে আবেদন

১৭

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

১৮

শহিদুল আলমের আটকের প্রচারিত ছবির বিস্তারিত জানা গেল

১৯

ডেঙ্গু জ্বরে জবির সাবেক শিক্ষার্থী সানজিদার মৃত্যু

২০
X