কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রতিষ্ঠানের সেবার মাধ্যমে দেশসেবার আনন্দ পাওয়া যায়’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদান করা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। ছবি : কালবেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদান করা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। ছবি : কালবেলা

প্রতিষ্ঠানের সেবা করার মাধ্যমে দেশসেবার আনন্দ পাওয়া যায় বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, এটি অনন্য কাজ। আপনি দেশের জন্য, মানুষের জন্য, সমষ্টির জন্য কতটা করতে পারলেন সেটির আনন্দ অপার। আমরা সম্মিলিতভাবে নতুন নতুন কাজ, নতুন অংশগ্রহণ এবং নতুন ভাবনা নিয়ে এগিয়ে যাব। স্মার্ট বাংলাদেশের কথা বঙ্গবন্ধুকন্যা বলেছেন। স্মার্টনেস আমার কাছে আর কিছু নয়, এটি হচ্ছে ইনোভেশন। এটি ইমপ্লিমেন্ট করার অদম্য ইচ্ছাই স্মার্টনেস।

রোববার (১০ ডিসেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদান করা প্রশাসনিক কর্মকর্তাদের ২৭ দিনব্যাপী চলা ‘আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে’ প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, প্রতিষ্ঠান একটি বিমূর্ত জায়গা। আপনার যত্নে, ভালোবাসায় প্রতিষ্ঠান ঋদ্ধ হয়। আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ জায়গায় দেখতে চান। নিজেকে ভালো মানুষ হিসেবে দেখতে চান- অনবরত আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। প্রতিষ্ঠানকে যত্ন করার মধ্য দিয়ে আপনার নিজের ভালো থাকা নিশ্চিত হবে। এ কারণেই প্রতিষ্ঠানের জন্য সবসময় আপনার শুভ কামনা থাকতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার পর জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর সমৃদ্ধির দিকে যাচ্ছে। কাজ করার অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে। এই উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীকে আমরা যেদিকে ধাবিত করব মূলত বাংলাদেশ উৎকর্ষতায় সেদিকে যাবে। এই জনগোষ্ঠীকে যত দক্ষ, যোগ্য করে গড়ে তুলব বাংলাদেশ তত দ্রুত উন্নয়নের দিকে যাবে। কেননা একটি সমাজে তরুণ প্রজন্মই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ সমৃদ্ধ ও আত্মমর্যাদার হবে। এ কারণেই তরুণ জনগোষ্ঠীতে সঠিক পথে নিয়ে যাওয়া জরুরি।

রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে ও মানবসম্পদ উন্নয়ন এবং শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্যের সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিনিয়ার জোড়া গোলে ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১০

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১১

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৩

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৪

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৫

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৬

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৭

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১৮

যুবদল নেতাকে বহিষ্কার

১৯

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

২০
X