সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চরমপন্থা ছেড়ে প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন ৩ শতাধিক ব্যক্তি

স্বাভাবিক জীবনে ফিরে স্টেশনারি দোকান পরিচালনা করছেন এক সময়ের চরমপন্থি আল আমিন। ছবি : কালবেলা
স্বাভাবিক জীবনে ফিরে স্টেশনারি দোকান পরিচালনা করছেন এক সময়ের চরমপন্থি আল আমিন। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে ফিরে আসা ৭ জেলার তিন শতাধিক চরমপন্থি সদস্য। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা র‌্যাব-১২ সদর দপ্তরে এই অনুদানের চেক বিতরণ করবেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

সোমবার (১১ ডিসেম্বর) র‌্যাব-১২ অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মারুফ হোসেন বলেন, গত ২১ মে আত্মসমর্পণ করা সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলার চরমপন্থি সদস্যদের প্রত্যেককে এক লাখ টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হবে। তিনি বলেন, এদের মধ্যে কেউ কেউ জামিনে মুক্ত রয়েছেন। কেউ জেলেও রয়েছেন। প্রতিজন চরমপন্থি সদস্যকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

জানা যায়, মার্কস-লেলিন ও মাওবাদী আদর্শের নামে সক্রিয় ১৪টি চরমপন্থি সংগঠনের দাপটে তটস্থ ছিল এসব অঞ্চল। এর মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা), পূর্ব বাংলা সর্বহারা পার্টি (এমবিআরএম) ও পূর্ববাংলা সর্বহারা পার্টি (জনযুদ্ধ) অন্যতম। চরমপন্থি শীর্ষ নেতারা তরুণ সমাজকে ভুল বুঝিয়ে দলে টানে এবং সাধারণ মানুষকে জিম্মি করে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়ে আলাদা রাজত্ব কায়েম করত। হত্যা করা হয় কয়েক হাজার মানুষকে।

র‌্যাব জানায়, ২০২০ সালে উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদকে চরমপন্থিদের আগ্রাসন থেকে রক্ষায় তাদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কয়েকটি সক্রিয় দলের নেতা প্রায় তিন শতাধিক সদস্য ও বিপুল পরিমাণ অস্ত্রসহ ২১ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যদের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন র‌্যাব মহাপরিচালক। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রতিজনকে এক লাখ করে টাকা মোট ৩ কোটি ১৪ লাখ টাকার অনুদান মঞ্জুর করেন।

এদিকে প্রধানমন্ত্রীর অনুদান পাওয়ার খবরে আবেগে আপ্লুত চরমপন্থি সদস্যরা। তারা প্রধানমন্ত্রী ও র‌্যাব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আত্মসমর্পণকারী দলের সদস্য সিরাজগঞ্জের বেলকুচির আব্দুর রহমান, বাতেন, উল্লাপাড়ার শামসুল ও আল-আমিন, সলঙ্গার জামাল ও বগুড়ার গোলাম রব্বানীসহ অনেকের সাথে কথা বলে জানা যায়, আত্মসমর্পণের পর তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। এদের অনেকেই সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে, কেউ বা ওয়ার্কশপে কাজ করে আবার কেউ বা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন বলে জানান। কেউ কেউ ইতিমধ্যে মুদি দোকান দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে স্বাভাবিকভাবে সংসার চালিয়ে যাচ্ছেন। এখন আর পুলিশের ভয়ে বা প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াতে হয় না বলে জানান তারা। প্রধানমন্ত্রী তাদের অনুদান দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চরমপন্থি দলের সাবেক এসব সদস্যরা।

আত্মসমর্পণকারী চরমপন্থি দলের নেতা মোহাম্মদ সাধু বলেন, স্বাভাবিক জীবনে অনেক শান্তি। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করলে কোনো টেনশন নেই। সত্যিই এতদিন আদর্শের নামে অন্ধকার পথে ছিলাম আমরা। র‌্যাব আমাদের আলোর পথে নিয়ে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১০

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১১

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১২

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৩

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৬

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৭

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৮

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৯

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

২০
X