ইংরেজি নতুন বর্ষের প্রথম দিনে পথচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ভাষানটেক থানা পুলিশ। পাশাপাশি পথশিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে উন্নতমানের খাবার।
ভাষানটেক থানা পুলিশ জানায়, নতুন বছরের প্রথম দিন সোমবার মিরপুর-১৪ নম্বর গোল চত্বর এলাকায় ভাষানটেক এলাকার লোকজনকে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দুপুরে ওই এলাকায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণে ‘পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন’ সহায়তা করে।
ভাষানটেক থানার ওসি মো. নাসির উদ্দিন কালবেলাকে জানান, সাধারণ মানুষের সহায়তা ছাড়া এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখা সম্ভব নয়। পুলিশ যেমন অপরাধীদের আইনের আওতায় নেয়, তেমনি শান্তিপূর্ণ নাগরিকদের বন্ধু হয়- এই বার্তা দিতেই তিনি ফুল বিতরণ করেছেন।
মন্তব্য করুন