কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দপ্তর পেতে যাচ্ছেন সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায়ও (সদ্য বিলুপ্ত) তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. মোহাম্মদ হাছান মাহমুদ, যিনি হাছান মাহমুদ নামেই বেশি পরিচিত। টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। একই সঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।

চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এর আগে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে টানা নির্বাচিত হয়ে বন ও পরিবেশমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাছান মাহমুদ ১৯৬৩ সালের ৫ জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাদুয়া ইউনিয়নের শোক বিলাস গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা ১৯৮৮ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর শেষ করেন তিনি। ২০০১ সালে বেলজিয়ামের লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ রসায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন

ড. হাছান ১৯৭৭ সালে চট্টগ্রাম ওয়ার্ড শাখা ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন। ১৯৭৮ থেকে ১৯৭৯ পর্যন্ত তৎকালীন সরকারি ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৯৩ সাল থেকে বেলজিয়ামে অবস্থানকালে সেখানকার আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৯৫ থেকে ২০০০ সালের মার্চ পর্যন্ত বেলজিয়াম শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সপ্তম জাতীয় সংসদের সময়কালে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও সংসদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

ড. হাছান মাহমুদ ২০০১ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিশেষ সহকারী এবং ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-৬ আসন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে ১ লাখ ১ হাজার ৩৪০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ২০০৯ সালের ৮ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, একই বছরের ১ আগস্ট থেকে ২০১১ সালের ২৮ নভেম্বর পর্যন্ত বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান।

ব্যক্তিগত জীবন

হাছান মাহমুদ ব্যক্তিগত জীবনে নুরান ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

সম্মাননা

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ভূমিকার জন্য ২০১৫ সালের ৫ অক্টোবর গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল সাধারণ অধিবেশনে হাছান মাহমুদকে সার্টিফিকেট অব অনারেবল মেনশনে ভূষিত করা হয়। এটি গ্রিন স্টার পুরস্কারেরই একটি অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৪ ধারা বলবৎ, থমথমে খাগড়াছড়ি

ভারতের কাছে দু’বার হেরে বাবরকে দলে ফেরাতে চেয়েছিল পাকিস্তান!

ভোট পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি : সিইসি

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, ৫৫ বছরেও আবেদন

৩৩ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি

এশিয়া কাপের ফাইনালে থাকছে বাংলাদেশও!

তিতাস নদীতে গণগোসল

পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা

পানির বোতলের ঢাকনা বিভিন্ন রঙের হওয়ার রহস্য জেনে নিন

 ৬ বছর পর বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী

১০

ইসরায়েলের ১৬ পাইলট নিহতের দাবি ইরানের

১১

ফিনলে প্রপার্টির ভবন নির্মাণে এবার প্রাণ গেল জুলাই যোদ্ধার

১২

জাতিসংঘ অধিবেশনেও মুখোমুখি ভারত-পাকিস্তান

১৩

বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

১৪

এশিয়া কাপ ফাইনালের আগে ‘ঝামেলা’, ফের বিতর্কে ভারত-পাকিস্তান

১৫

সংস্কারের অভাবে গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ

১৬

সনি এক্সপোর মেয়াদ বাড়ল

১৭

ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী, যে বার্তা দিলেন

১৮

মুসল্লিদের থেকে মোটরসাইকেল উপহার পেলেন ইমাম

১৯

যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলামের পক্ষে পূজামণ্ডপে আর্থিক সহায়তা

২০
X