বারবার বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কারণ অজানাই থেকে যাচ্ছে। এ পর্যন্ত কোনো ঘটনার আসল রহস্য বের করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। ফলে বারবার একই ঘটনা ঘটে যাচ্ছে।
শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এ সব কথা বলা হয়। এ সময় সংগঠনটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম বিভিন্ন দাবি তুলে ধরেন।
নেতারা বলেন, প্রত্যেকবারই তদন্ত কমিটি গঠন হয়। কিন্তু তদন্তের রিপোর্ট দেশবাসী জানতে পারে না। এজন্য দোষীরা ধরাছোঁঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। নেতৃদ্বয় ঘটনার আসল রহস্য বের করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। সেইসাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
এ সময় তারা কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে আগুনে দুজনের মৃত্যুসহ বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ এবং নিহতদের মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনের মোল্লাবাড়ি বস্তিতে গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকটি টিন-শেডের ঘর পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।
মন্তব্য করুন