তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের মজলিশে শূরা কাউন্সিলের স্পিকার ড. আব্দুল্লাহ আল শেখ। আগামী ৩০ জানুয়ারি তিনি ঢাকায় আসবেন। বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সৌদি স্পিকার সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করবেন।
সৌদি স্পিকার সফরের দ্বিতীয় দিন (৩১ জানুয়ারি) বাংলাদেশের জাতীয় সংসদ পরিদর্শন করবেন। ওইদিন সৌদি স্পিকারের সম্মানে বাংলাদেশের স্পিকার একটি ডিনারের আয়োজন করবেন। তিন দিনের সফর শেষে তিনি ১ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন।
এদিকে, সৌদি স্পিকারের সাথে দেশটির পার্লামেন্টের দুজন প্রভাবশালী সংসদ সদস্যও থাকবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন