বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

সম্পর্ক উন্নত করতে বাংলাদেশে এসেছে ব্রিটিশ প্রতিনিধি দল : পররাষ্ট্রমন্ত্রী  

দুপুরে সচিবালয়ে ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
দুপুরে সচিবালয়ে ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে সফররত ব্রিটিশ প্রতিনিধি দল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা বাংলাদেশ ও পার্লামেন্টের সঙ্গে সম্পর্ক গভীরে এবং উন্নত করতে এসেছেন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং তারা বাংলাদেশ ও পার্লামেন্টের সঙ্গে সম্পর্ক গভীর এবং উন্নত করতে এসেছেন। তারা গত ১০ বছরে দেশের পরিবর্তন আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আমি তাদের অনুরোধ করেছি। বিশেষ করে বেসরকারি উদ্যোক্তা যারা বাংলাদেশে বিনিয়োগ করার সামর্থ্য রাখে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করার সামর্থ্য রাখেন। ইতোমধ্যে অনেকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

হাছান মাহমুদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের আইসিটি, কৃষি ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে এখানে বিনিয়োগের সক্ষমতা রয়েছে। ‘আমরা কৃষি খাতের যান্ত্রিকীকরণের প্রক্রিয়ায় আছি।’

আগামী ২৮ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন জানায়, চলতি মাসের শুরুতে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এটিই যুক্তরাজ্যের প্রথম পার্লামেন্ট প্রতিনিধিদলের সফর।

সাবেক কনজারভেটিভ মিনিস্টার অর টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমি পল স্কালির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন- লেবার পার্টির বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) ভাইস চেয়ার ও এপিপিজির চেয়ার বীরেন্দ্র শর্মা এমপি, যুক্তরাজ্যের হাউস অব কমন্সের পররাষ্ট্রবিষয়ক সিলেক্ট কমিটির সদস্য নেইল কোয়েল এমপি, হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ অ্যান্ড্রু ওয়েস্টার্ন এমপি এবং হাউস অব কমন্সের সিনিয়র পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট ডমিনিক মফিট।

প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা ও সিডব্লিউইআইসির কৌশলগত উপদেষ্টা জিল্লুর হুসেন এমবিই এবং কানেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইভেলিনা বানিয়ালিয়েভা।

তারা টুঙ্গিপাড়া সফর করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এই প্রথম ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন করবে।

সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য, অর্থনৈতিক ও ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রতিনিধি দলটি বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার পর একটি সবুজ পোশাক কারখানা পরিদর্শন করবে।

প্রতিনিধি দলটি যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতিষ্ঠিত কয়েকটি শীর্ষস্থানীয় দাতব্য প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য সিলেট সফর করবে।

মিয়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গাদের উদারভাবে আশ্রয় প্রদান এবং দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ৩০ জানুয়ারি প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে।

কানেক্টের ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এবং কমনওয়েলথ ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এই সফরের সমন্বয় করে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন।

আগামী ৩১ জানুয়ারি লন্ডনের উদ্দেশে প্রতিনিধি দলটির রওনা হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১০

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১১

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১২

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৩

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৪

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৫

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৬

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৭

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৮

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৯

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

২০
X