কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ২৩ বর্গকিলোমিটার সবুজ-ফাঁকা জায়গা উধাও : বাপা

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় গত তিন দশকে ২৩ কিলোমিটার সবুজ ও ফাঁকা জায়গা উধাও হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশবাদী সংগঠনটির নেতারা এ তথ্য জানান।

তারা জানান, ঢাকা মহানগরের মোট আয়তনের ২০ শতাংশ সবুজ এলাকা থাকা দরকার। কিন্তু আছে সাড়ে ৮ শতাংশ। ফলে গ্রামাঞ্চলের চেয়ে ঢাকায় তাপমাত্রা গড়ে সাড়ে ৩ ডিগ্রি বেশি থাকে।

‘বৃক্ষনিধন ও তার পরিবেশগত প্রভাব: আমাদের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে স্থপতি ইকবাল হাবিব বলেন, ১৯৯৫ থেকে ২০২৩ সাল—এই ২৯ বছরে ঢাকা কেন্দ্রীয় নগর অঞ্চলের সবুজ ও ফাঁকা জায়গা ৫২ দশমিক ৪৮ বর্গকিলোমিটার থেকে হ্রাস পেয়ে ২৯ দশমিক ৮৫ বর্গকিলোমিটারে নেমে এসেছে। ঢাকার উষ্ণতম স্থান এবং শহরের বাইরের প্রাকৃতিক পরিবেশসমৃদ্ধ এলাকার মধ্যে দিন ও রাতে ভূপৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য যথাক্রমে ৭ ও ৫ ডিগ্রি সেলসিয়াস।

মূল প্রবন্ধে বলা হয়, ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে দেশে ২ লাখ ১৪ হাজার হেক্টর এলাকা গাছের আচ্ছাদন হারিয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বৃক্ষ নিধন রোধে ২০১৬ সালের বৃক্ষ সংরক্ষণ আইন এখনো কার্যকর হয়নি শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাবে। সরকার যখন উন্নয়নের পরিকল্পনা করে তখন তা জনগণকে জানতে দেয় না।

তিনি বলেন, সাতমসজিদ সড়কের ১৫-৩০ বছর বয়সী গাছ কেটে তদস্থলে বাগান বিলাশ গাছ লাগিয়ে ধানমন্ডিবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। গাছ কাটার পেছনে আর্থিক বাণিজ্য কাজ করছে।

তিনি আরও বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ করে এমন গাছ রোপণ, সংরক্ষণ এবং বড় গাছ রক্ষার আইন চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ঢাকার মধ্যে সবুজে ঘেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় অন্যান্য স্থানের তাপমাত্রা ২ ডিগ্রির বেশি তারতম্য লক্ষ করা যায়। দেশের স্কুলগুলোতে পরিবেশ বিষয়ে ছোট বাচ্চাদের গাছ ও পরিবেশের প্রতি সহনশীল করে তোলার জন্য হাতে-কলমে বৃক্ষ রোপণ ও সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে বৃক্ষ রক্ষায় চারটি প্রস্তাবনা উত্থাপন করা হয়। এগুলো হলো—নগর এলাকার পাশাপাশি দেশের সব সড়ক ও মহাসড়কে বৃক্ষশুমারি পরিচালনা এবং বৃক্ষ সংক্রান্ত ডেটাবেজ প্রণয়নের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প বা কর্মকাণ্ডের অজুহাতে বৃক্ষ কর্তন নিয়ন্ত্রণ, নগর সবুজায়ন নীতিমালা ও কৌশলপত্র প্রণয়ন এবং ফুটপাত পুনঃবিন্যাস, বৃক্ষ সংরক্ষণ ও রোপণ।

এ ছাড়া কিছু দাবিও তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে। এর মধ্যে রয়েছে- পরিকল্পনাহীনভাবে সড়কদ্বীপে গাছ কাটা বন্ধ করা, এরই মধ্যে কেটে ফেলা গাছ প্রতিস্থাপন করা, রোপণ করা গাছের সংরক্ষণ নিশ্চিত করা, নগরে বনায়ন, গাছ রক্ষা ও কাটার প্রয়োজনে সুনির্দিষ্ট বিধিমালা ও কৌশলপত্র প্রণয়ন করা, যে কোনো প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিশ্চিত করা, বৃক্ষনিধন হয় এ রকম প্রকল্পে অংশীজনের মতো নেওয়া, গাছ ও সবুজ অক্ষুণ্ন রেখে উন্নয়ন প্রকল্প করা, নগর এলাকায় গাছ কাটার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজনীয় নীতিমালা করা, বিদ্যমান আইনে বৃক্ষনিধন বন্ধে আরও কঠোর শাস্তির বিধান আরোপ করা, বিদ্যমান বৃক্ষের সংরক্ষণ ও নতুন বৃক্ষরোপণের কৌশল নির্ধারণ করা ইত্যাদি।

বাপার কোষাধ্যক্ষ মহিদুল হক খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম শহীদুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিহির লাল সাহা, আবহাওয়াবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তাওহীদা রশীদ, গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার নিজ জেলায় ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

চাকসুর তফসিল ঘোষণার সময় জানাল প্রশাসন

ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

১০

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

১১

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

১২

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

১৩

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

১৪

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

১৫

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

১৬

ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএনপি

১৭

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল / ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত

১৮

রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৯

উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার

২০
X