সৌগত প্রকাশন থেকে প্রকাশিত মিশনারীজ বৌদ্ধ ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরকে নিয়ে চারু উত্তম বড়ুয়া সম্পাদিত ‘সুনন্দপ্রিয় স্মারক’ এবং চারুলতা প্রকাশন থেকে প্রকাশিত উৎপল বড়ুয়া দিপু রচিত ‘জীবনের অণুগল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এ দুই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আলোচক হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আ্যডভোকেট রানা দাশগুপ্ত, সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দি, অধ্যাপক ড. মোকাম্মেল, নির্মল রোজারিও, কবি সুজন বড়ুয়া, গোলাম কিবরিয়া দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভিক্ষু সুনন্দপ্রিয় এর ৫৪তম জন্মদিনে তাকে ফুলেল শুভেচছা জানান।
মন্তব্য করুন