ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এর আয়োজনে দুদিনব্যাপী রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯-২০ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-২ এ অবস্থিত ‘বে এজওয়াটার’ এর এজ গ্যালারিতে এ প্রদর্শনী করা হয়।
ভিজুয়াল আর্টিস্ট শিল্পী ওয়াকিলুর রহমানের তত্ত্বাবধানে দুদিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছে সংগঠনটি ।
প্রদর্শনীটির প্রথম দিনে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ মিশন ডিরেক্টর রিড জে এইকিলম্যান এবং ইউএনএইচসিআর বাংলাদেশ প্রতিনিধি সুমবুল রিজভি।
এ অয়োজনে ছবির মাধ্যমে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনগণের সংগ্রাম ও সমস্যাগুলো নিয়ে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে দাতা সংস্থা, বিশ্ব নেতা এবং নীতিনির্ধারকদের নজরে পুনরায় নিয়ে আসার উদ্দেশ্যে আইআরসির এ আয়োজন করে।
দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা জনগোষ্ঠী সমস্যাটি সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী গুরুত্বের তালিকায় পিছিয়ে গেছে, ফলে তৈরি হয়েছে তহবিল সংকট, পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশে ফিরে যাওয়ার আশা নিয়ে প্রতিনিয়ত অপেক্ষা করছে। দুর্গম পরিবেশে ক্ষুদ্র পরিসরে বাঁশের তৈরি ভঙ্গুর আশ্রয়কেন্দ্রগুলোতে একই সঙ্গে অনেক মানুষের বসবাস প্রতিনিয়ত বন্যা, ভারি বর্ষণ, পাহাড়ধস এবং অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার ঝুঁকিতে রেখেছে জনগোষ্ঠীকে।
আয়োজকেরা মনে করছে এই প্রদর্শনী আয়োজনের মাধ্যমে উঠে আসবে রোহিঙ্গাদের সংগ্রাম, নানা ধরনের চ্যালেঞ্জ, সমস্যাগুলো মোকাবিলা করার শক্তি এবং সবকিছু নিয়ে টিকে থাকার লড়াইয়ের গল্পগুলো।
দ্বিতীয় দিনে আয়োজন করা হয় আলোচনাসভার। এতে অংশ নেয় দাতা সংস্থার প্রতিনিধিসহ, মিডিয়া এবং শিক্ষা অঙ্গনের ব্যক্তিরা। যেখানে মূল বিষয় থাকবে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান এবং সমস্যা।
প্রশ্নোত্তর এবং সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকবেন আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান এবং অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনের প্রধান সাবিরা সুলতানা নূপুর।
মন্তব্য করুন