সম্প্রতি তিন দিনের সফরে জার্মানির মিউনিখে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন।
মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
মন্তব্য করুন