ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই অবস্থা চলছে ৭ ঘণ্টার বেশি সময় ধরে (এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত ও আহতের তথ্য প্রকাশ এবং গভীর রাতে এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে এ বিক্ষোভ করছেন তারা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা এ অবরোধ অব্যাহত রেখেছেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করেন। জানাজার পর নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এখনো নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি। অনেক পরিবার তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না। তারা দ্রুত ও নির্ভুল তথ্য প্রকাশের দাবি জানান।
তারা বলেন, মর্মান্তিক দুর্ঘটনার পর সরকারের দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি। এতগুলো শিশুর মৃত্যু ও আহত হওয়ার পরও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় না প্রথমে। গভীর রাতে সময়সূচি পরিবর্তন করা হয়েছে, যা লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে অন্যায়।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের নোটিশ আমরাও গভীর রাতে পেয়েছি। নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সব কলেজে তা জানিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন