দৈনিক কালবেলায় গত ১২ জুন ‘ভাইয়া গ্রুপের প্লট প্রতারণা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (১৪ জুন) এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানায়।
ভাইয়া গ্রুপ দাবি করেছে, কালবেলায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক নয়। ভাইয়া গ্রুপ একটি ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ। ১৯৭২ সাল থেকে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। প্রতিষ্ঠানটি দ্বারা প্রতারিত হয়েছেন- আজ পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি।
প্রতিবেদনের প্রথমাংশে যা উল্লেখ করা হয়েছে, সে সম্পর্কে আমাদের বক্তব্য হলো, আমাদের প্লটের যারা ক্রেতা বা গ্রাহক- তারা সমস্ত কাগজপত্র দেখে-শুনে, সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে তবেই প্লট বুকিং এবং ক্রয় করে থাকেন। পেমেন্ট প্রাপ্তির ৩০ কার্যদিবসের মধ্যে অত্র প্রতিষ্ঠানটি গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে প্লট রেজিস্ট্রেশন প্রদান করে। কোনো প্রকল্পের বিষয়েই প্রতিষ্ঠান কোনো রকম লুকোচুরি করেনি এবং ভবিষ্যতেও করবে না।
আমাদের স্পষ্ট বক্তব্য এই, ভাইয়া গ্রুপ আরও অন্যান্য পাঁচ-দশটি প্রতিষ্ঠানের চেয়ে সম্পূর্ণ আলাদা। এ প্রতিষ্ঠান বরাবরই স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার পক্ষে ছিল- এখনো আছে। আমরা এ অসত্য প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মন্তব্য করুন