ডা. রুবায়ুল মোরশেদ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ
জ্ঞানের ঝর্ণাতলায়

খারাপ সঙ্গীর দৃষ্টিভঙ্গি মারাত্মক ছোঁয়াচে

শেখ সাদি। ছবি: সংগৃহীত
শেখ সাদি। ছবি: সংগৃহীত

শীতের পর মনোহর রূপে হাজির হয়েছে বসন্ত। প্রকৃতির সঙ্গে সঙ্গে এ সময় মানুষের মনটাও বর্ণিল হতে চায়। একাধারে শরীরের ত্বকে দক্ষিণ হাওয়ার মৃদু শীতল পরশ, আর অন্যদিকে বয়ে যায় দেহের ভেতরে অন্তরের অন্তঃস্থলে উষ্ণমধুর হাওয়া। সে এক পরিবেশ বটে! সেসময় আনমনা হয়ে ফুলের বাগানে বসে আছেন এক জ্ঞানী কবি । হঠাৎ খেয়াল করলেন, তার পাশের মাটির থেকে একটা সুবাস ভেসে আসছে। গন্ধটা তাকে মোহাচ্ছন্ন করে ফেলে। মনে হয় কোনো সুদূর এক মায়াবী জগৎ থেকে উঠে এসেছে এই শুভ্র সুবাস। পাশেই মাটিতে পড়ে আছে হলদে-সাদা নরম কিছু ফুলের পাপড়ি। কবি খুব সযত্নে সেগুলো সরিয়ে তার মুখটা আরও নিচু করলেন খাকি রঙের মাটির কাছে। কি পবিত্র স্নিগ্ধ না তার গন্ধ! তিনি মাটিকে জিজ্ঞেস করলেন 'কেন তার এত সুবাস'? মাটি কবিকে বলল মাটির আর তার মাথার ওপরে কী আছে তা দেখতে! দেখা গেল সেখানে একটি বাড়ন্ত কাঠ গোলাপ গাছ, যা বহুদিন ধারে সুমিষ্ট সুবাসিত ফুল ফোটাচ্ছে। মাটি কবিকে ব্যাখ্যা করে বলল, ‘এই গাছের ডাল থেকে প্রতিদিনই ফুল পড়ে আমার ওপর , তাই আমার কাছ থেকেও সুবাস ছড়ায়।' ঠিক তেমনি শুভ সঙ্গও জীবনের মধুর সুর এবং আনন্দদায়ক সুবাস। এই কাহিনিটি আর কারো নয়। গুলিস্তান-খ্যাত পারস্যের কবি ও সাহিত্যিক শেখ সাদির। এই কথাগুলো যে কত সত্য, আমরা প্রতিদিন প্রতিমুহূর্তে তা শিখে চলেছি। আমরা কার সঙ্গে, কীভাবে, সময় কাটাই তা বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ঘনিষ্ঠ সম্পর্কগুলো আমাদের গঠন করে তোলে। আমাদের অজান্তেই ‘আমরা কে ?’ - তা হয়ে উঠি৷ একটি ইতিবাচক পরিবেশে ভালো বন্ধু থাকা ভালো ওষুধ খাওয়ার মতো। তেমনি আমাদের চারপাশের বিষাক্ত লোকজনও মিশে আছে খারাপ ওষুধের মতো। সময় আর বয়সের সঙ্গে সঙ্গে একটুকু সুখের সন্ধানে, মানুষের কাছে মূল্যবোধ এবং পরিবেশ ক্রমশই মূল্যবান হয়ে ওঠে। নম্র ও দয়ালু সহযোগীরা ভালো সময়গুলোকে আরও ভালো এবং কঠিন সময়গুলোকে আরও সহজ আর ইতিবাচক করে তুলতে পারে। শেখ সাদি শুধু ফারসি ভাষাভাষী দেশেই বিখ্যাত নন, বিশ্বসাহিত্যেও তাকে উদ্ধৃত করা হয় নিয়মিত। সম্প্রতি রুশ- ভাষায় তার অনুবাদগুলো অত্যন্ত জনপ্রিয় লাভ করেছে। তিনি সাধারণ পোশাক পরতে পছন্দ করতেন আর তার ‘পোশাক আর নেমন্তন্নে’র সেই বিখ্যাত গল্পটা আমরা কে না জানি! সামাজিক ও নৈতিক ভাবনার একজন মহান জ্ঞানী হিসেবে তিনি আজ ব্যাপকভাবে স্বীকৃত। সাদি সবচেয়ে বিখ্যাত তার বাণীর জন্য, যার মধ্যে অন্যতম হলো 'গুলিস্তান', যা বনি আদমের অংশ। বনি আদম ফারসি কবি সাদির গুলিস্তানের একটি বিখ্যাত কবিতা। বনি আদম উপাধির অর্থ ‘আদমের সন্তান’ বা ‘মানব প্রাণী’। অনেকেরই হয়তো মনে আছে যে, বেশ কয়েক বছর আগে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একবার নওরোজ (পারস্যের নববর্ষ) উপলক্ষে ইরানিদের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই ভিডিও টেপ করা বার্তায় এই কবিতাটির প্রথম লাইনের একটি অনুবাদ উদ্ধৃত করেছিলেন। কবিতাটি নিউইয়র্কে জাতিসংঘ ভবনের একটি সভা কক্ষের দেয়ালেও টাঙানো একটি বড় হস্তনির্মিত কার্পেটে খোদাই করা আছে।

নির্যাস: খারাপ সঙ্গীর দৃষ্টিভঙ্গি মারাত্মক ছোঁয়াচে।

ডা. রুবায়ুল মোরশেদ: চিকিৎসক ও গবেষক, কাইন্ডনেস এবং হ্যাপিনেস

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

আগামীকাল দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ 

সেই নাবিকদের বিষয়ে সিদ্ধান্ত জানাল ইরান

কুবি কোষাধ্যক্ষের গাড়ি আটকে দিল শিক্ষক সমিতি

অলৌকিক ‘জাদুর কলের’ দেখা মিলেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজেও ক্লাস শুরু রোববার

অভিভাবক ঐক্য ফোরাম / দাবদাহে শিক্ষার্থীদের ক্ষতি হলে দায় সরকারের

ধান বাঁধছিল রেজাউল, হিটস্ট্রোকে মৃত্যু

‘১০০ সাংবাদিক হইয়া গেছে, নির্বাচনে আর সাংবাদিক লাগবে না’

শহীদ শেখ জামালের জন্মদিন রোববার

১০

নির্বাচনী বিধি ভঙ্গ করায় অর্থদণ্ড

১১

বর্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ করবে ছাত্রদল

১২

নিভৃতে চলে গেল সাংবাদিক মাহফুজউল্লাহর মৃত্যু বার্ষিকী

১৩

সিলেটে আবারও নামল স্বস্তির বৃষ্টি

১৪

কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৫

বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

১৬

রাস্তায় বেড়া দিয়ে প্রবাসীর বাড়ির লোকজনকে জিম্মি

১৭

কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতা সালাম

১৮

শ্বশুরবাড়ির লোকজনের মারধর থেকে বোনকে বাঁচাতে গিয়ে ভাই খুন

১৯

তেহরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : ইরানের প্রেসিডেন্ট

২০
*/ ?>
X