শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে গিয়ে দুর্ঘটনার কবলে প্রধান নির্বাহী

দুর্ঘটনার কবলে পড়া রাসিকের গাড়ি। ছবি : কালবেলা
দুর্ঘটনার কবলে পড়া রাসিকের গাড়ি। ছবি : কালবেলা

অনুমতি না নিয়ে সরকারি গাড়ি নিয়ে জয়পুরহাটে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিম। এরপরই নজরে আসে তার এই গাড়িকাণ্ড।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে জেলার শিল্পকলা একাডেমির সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মেট্রো নম্বরের সরকারি গাড়ি নিয়ে জয়পুরহাটে বেড়াতে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিম। গাড়িটি চালাচ্ছিলেন তার নিয়ন্ত্রণাধীন চালক ফরিদ হোসেন। জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমির সামনে একটি গাড়িকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে দ্রুত গিয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী রেজাউল করিম ও দুর্ঘটনাকবলিত সরকারি গাড়িটি উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যান।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ হয়নি।

তবে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন দুর্ঘটনাকবলিত গাড়ির সামনের লেখা দেখে সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি- আমাদের একজন সিনিয়র স্যার দুর্ঘটনায় পড়েছেন। তাকে উদ্ধার করে তার পরিবারসহ সার্কিট হাউসে পৌঁছে দেয়েছি।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবীরুল ইসলাম বলেন, সরকারি একটি গাড়ি আজ বিআরটিসি মোড়ে দুর্ঘটনায় পড়ে। এরপর সেখানে আমার গেলে দেখি ইউএনও স্যার আছেন। তিনি বিষয়টি নিয়ন্ত্রণ করছেন জানলে আমরা চলে আসি।

এদিকে গাড়িটি সিটি করপোরেশেনের কি না জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সহকারী মো. শামীম রেজা বলেন, রাজশাহী মেট্রো নম্বরের ওই গাড়িটি স্যার ব্যবহার করেন। তিনি শুক্রবার কোথায় গেছেন সেটি জানি না। তবে দুর্ঘটনার বিষয়ে জানানো হলে তিনি বলেন, আমি বিষয়টি জানি না।

এ বিষয়ে জানতে রাজশাহী সিটি করপোরেশন প্রশাসক ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১০

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

১১

‘স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বাধায় রবীন্দ্রবিরোধী চক্র জড়িত’

১২

দেশ অস্থিতিশীল করে তৃতীয় শক্তিকে আনতে চায় একটি চক্র : খায়রুল কবির খোকন

১৩

জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে : ডা. তাহের

১৪

৫০ হাজার টাকার জালনোটসহ চক্রের দুই সদস্য আটক

১৫

‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’

১৬

হাওরে নিখোঁজ শিশুর মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার 

১৭

বরিশালে মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

১৮

সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় জায়গা পেল বাংলাদেশের দুই লড়াই

১৯

ঘাসভর্তি বস্তায় মিলল ৫১ হাজার মার্কিন ডলার

২০
X