আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতাকে সিলেট থেকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম আবু আহমেদ।
মঙ্গলবার (২৫ জুলাই) রাতে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কীনা এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, আমরা এখনও তার কোনো রাজনৈতিক পরিচয় পাইনি। তবে থানায় এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে সোমবার রাতে অপরিচিত একটি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা হিরো আলম। নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। হিরো আলমের দাবি, একটি অপরিচিত নম্বর থেকে তার ফোনে কল আসে। নিজের নাম পরিচয় না দিয়ে ওই ব্যক্তি বার বার তাকে শাসাতে থাকেন। এক পর্যায়ে হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো। আমি আসতেছি, তোর পায়ুপথে বাঁশ দিবো। মামলা দিছোস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি৷
মন্তব্য করুন