কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা এবং ওলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে ছাত্র নেতৃবৃন্দ, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটির সঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সমন্বয় সভা হয়। সেখানে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলওয়ার হোসেন, কামাল হোসাইন, ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুর রহিম জীবন, শাহীন আহমদ খান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আবির হোসেন, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাফওয়ান আহমেদ, ঢাকা কলেজের সেক্রেটারি আনিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আগামী ১ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন : ২৭ জুলাইয়ে কেন মাঠের বাইরে জামায়াত?
তিনি বলেন, ‘আওয়ামী সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকে জনগণের স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ করে তুলেছে। ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন ও সংবিধান নিজেদের মতো করে তৈরি করেছে। দফায় দফায় ভোজ্যতেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষ আজ দিশেহারা। দেশের এই পরিস্থিতিতে আমরা বসে থাকতে পারি না। দেশের মানুষ ও মানবতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
ড. মাসুদ আরও বলেন, ‘আমরা অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব জামায়াত নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি চাই। অন্যথায় তীব্র গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে তাদের মুক্তি নিশ্চিত করা হবে।’
মন্তব্য করুন