সরকারি চাকরিতে কোটার ইস্যুটি শান্তিপূর্ণভাবে আরও আগেই সমাধান করা যেত বলে মনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোটা পুনর্বহালের রায়টি বাতিল করে গত রোববার (২১ জুলাই) আপিল বিভাগ যে রায় দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন এমন মন্তব্য করেছে।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এক প্রতিক্রিয়ায় বলেন, যেভাবে কোটা সংস্কারের জন্য শুনানি এগিয়ে এনে রায় দেওয়া হলো তা শান্তিপূর্ণ উপায়ে আরও আগেই সমাধানের সুযোগ ছিল।
তিনি বলেন, যৌক্তিক এই আন্দোলনকে অবজ্ঞা করে তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য, সরকারের হাইকমান্ড থেকে উসকে দিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা ও পুলিশি অ্যাকশনে হত্যাকাণ্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারা দেশকে রণক্ষেত্রে পরিণত করার দায় সরকারের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমাধ্যমে প্রকাশিত ৯ দফা দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একাত্মতা পোষণ করছি।
মন্তব্য করুন