চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সংগঠনটির পক্ষ থেকে মনোনীত হয়েছেন আব্দুর রহমান রবিন, জিএস পদে আব্দুর রহমান ও এজিএস পদে আমিনুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চাকসু ভবনের সামনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন নূর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
প্যানেলের অন্যরা হলেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মুহাম্মাদ শাহজাহান, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মুহাম্মাদ ইমতিয়াজ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ তারিকুল্লাহ, দপ্তর সম্পাদক মুহাম্মাদ আকিব হোসেন, সহ-দপ্তর সম্পাদক আবু জুবায়ের মিরাজ, ছাত্রী কল্যাণ সম্পাদক মারজান বেগম, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল হক লাবীব, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক রাফিক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন।
এছাড়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাঈনুদ্দিন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মুরাদ হোসাইন মূসা, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু হুরায়রা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক সোলাইমান সিকদার, সহযোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক তানজিম হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক নাঈম উদ্দিন, পাঠাগার ও কাফেটেরিয়া বিষয়ক আবিদুর রহমান। ৫ জন সদস্য হলেন- মুহাম্মাদ শিহাব উদ্দিন, জুয়েল রানা, সাইদুল ইসলাম, হারুনুল ইসলাম, গাজী মাহমুদুর রহমান।
মন্তব্য করুন