রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনে বিজয় উদযাপন করছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিবসহ সিনিয়র নেতারা নয়াপল্টনে আসবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দুপুর সাড়ে ১২ টার নয়াপল্টন অফিসের সামনের সড়কে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় প্রায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতার লাশ নয়াপল্টনে নিয়ে আসা হয়েছে।
মন্তব্য করুন