কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করেছেন জামায়াত নেতারা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের আন্দোলনে ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান দলটির নেতারা।

এতে নেতৃত্ব দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আন্দোলন চলাকালে যেসব ছাত্র ও মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত নেতারা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান জামায়াতের শীর্ষ নেতারা। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, এই দেশ আমাদের সবার। আমরা নৈতিক দায়বোধের জায়গা থেকে এসেছি। ছাত্রসমাজের অবদানকে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগের কারণেই বুক ভরে শ্বাস নিতে পারছি। ছাত্রসমাজ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়েছিল। তাদের অনেকেই আজকে গুলিবিদ্ধ। তবে জাতিকে নতুনভাবে স্বাধীনতা দিতে পেরেছে তাতে তারা গর্বিত। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমাদের প্রত্যাশা আহতরা যেন সর্বোচ্চ চিকিৎসাসেবা পায়। সবাই যেন দ্রুত সুস্থ হয়ে যার যার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে।

বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিন্দা জানাই এবং এ ধরনের জঘন্য ঘটনা ঘৃণা করি। আমাদের সংগঠনের ছেলেরা লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিচ্ছে। আমরা বলে দিয়েছি, কোনো দুর্বৃত্ত যদি এ ধরনের কাজ করতে আসে তাদের অবশ্যই প্রতিরোধ করতে। কোনো ছাড় দিবে না।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আমরা হলাম দ্বিতীয় অংশ। এবারের বিজয়ের প্রধানতম অংশ হলো ছাত্র তরুণরা। আমরা তাদের তালিকাকে জনগণের তালিকা মনে করি। আমরা চাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি তার জায়গায় চলে আসুক। দুর্বৃত্তরা যেন নৈরাজ্য করার সুযোগ না পায়। কেননা, ঢাকা মহানগরীসহ বিভিন্ন জায়গায় ডাকাত দল হানা দিয়েছে। আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত দুর্বৃত্তরা নৈরাজ্যের সুযোগ নিবে। আমরা জামায়াতে ইসলামী অকল্যাণ চাইতে পারি না। আইনশৃঙ্খলা ফেরাতে প্রশাসন যে ধরনের উদ্যোগ নেবে আমরা মন থেকে উজাড় করে সমর্থন জানাব।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, মুহা. কামাল হোসাইন ও ড. আবদুল মান্নানসহ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাই, ফুটেজ ভাইরাল

আইইউবিএটির প্রাক্তন প্রো-ভিসি ড. হামিদা আখতার মারা গেছেন

ইয়েমেনের জুকার দ্বীপে ‘রহস্যময় বিমান ঘাঁটি’, পেছনে কারা?

ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটে পানির ফিল্টার দিলেন ছাত্রদল নেতা তারিক

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের ওপর হামলা, দুই ছিনতাইকারী আটক

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

প্রতিবেদন দাখিল নিয়ে সর্বশেষ তথ্য জানাল বেতন কমিশন

দিনদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

ওয়াটারএইড বাংলাদেশ ও এনআইএলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

যমুনায় বিএনপির ৩ নেতা

১০

৮৪ আসনে প্রার্থিতা ঘোষণা করল এলডিপি

১১

ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছাড়াল

১২

দুই ভাইকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

১৩

স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই : মাসুদ সাঈদী

১৪

প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

১৫

ইলিশ শিকারে শিশুদের ব্যবহার করা হচ্ছে : ঢাকা বিভাগীয় কমিশনার

১৬

ইডিসিএলের এমডি সামাদ মৃধার বিরুদ্ধে মামলা

১৭

আলোচনাসভায় বক্তারা / মেয়েদের শিক্ষার উন্নয়নে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে

১৮

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পোস্ট, কী জানিয়েছিলেন আসরানি?

১৯

কুকুর হারিয়ে শহরজুড়ে মাইকিং

২০
X