দীর্ঘ ১২ বছর তথা এক যুগ পর স্ত্রীকে সঙ্গে করে নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন।
শুক্রবার (১৬ আগস্ট) কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় সোনামুখী ইউনিয়নের (কোলা) গনিপুর গ্রামের বাড়িতে যান।
মো. সোহরাব হোসেন সুজন জানান, বিভিন্ন রাজনৈতিক মামলায় জর্জরিত থাকার কারণে দীর্ঘ ১২ বছর তিনি বাড়িতে ফিরতে পারেননি। বিগত বছরগুলোতে তিনি তার মা-বাবা এবং বড় ভাইকে হারালেও স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ-প্রশাসনের বাধায় জানাজা নামাজেও অংশ নিতে পারেননি।
এ সময় সুজনের নিজ গ্রামে ফেরার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে দেখতে ছুটে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
কৃষিবিদ সুজন জানান, বহুবার গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করলেও যেতে পারেননি। একপর্যায়ে আওয়ামী লীগ সরকরের পদত্যাগের দাবিতে ২০২২ সাল থেকে একদফা দাবিতে বিএনপি আন্দোলন শুরু করলে তার গ্রামের বাড়ি ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়ে। ফলে তিনি ঢাকায় থেকে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সর্বশেষ গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটলে তিনি স্ত্রীসহ বাড়িতে ফিরেন বলে জানান।
কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন জাতীয়তাবাদী ছাত্রদলের বিগত কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিরোধী দলের প্রায় লক্ষাধিক নেতাকর্মী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের মধ্যে শীর্ষস্থানীয় নেতা রয়েছেন শতাধিক। এখন বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অনেকেই বিদেশ থেকে বাংলাদেশে ফিরছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন