সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

রাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

দিনভর অবস্থান কর্মসূচি পালনের পর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচি অনুযায়ী, সোমবার (৩১ জুলাই) সারা দেশের সব মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।

ফখরুল বলেন, ‘আজ রাজধানীতে যে অত্যাচার–নিপীড়নের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আগামী পরশু সোমবার সারা দেশে, সব মহানগর, জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই (রোববার) আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি, আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব, গণতান্ত্রিক কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।’

আরও পড়ুন : এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বাসে আগুন লাগানোর ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও এজেন্সির লোকরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই বিষয়টি পুরো পরিকল্পিত বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘অনেকেই বলছেন, মার্কিন ভিসা নীতির কারণে নিজেদের রক্ষা করতে পুলিশ আপ্যায়ন করেছে। তা ছাড়া গয়েশ্বর চন্দ্র রায় রাজনীতির মধ্যেই গড়ে উঠেছেন। আর আমান উল্লাহ আমানের রাজনৈতিক পরিচয় দেওয়ার কিছু নেই। তাদের সবাই চেনেন। আসলে আন্দোলনকে রুখে দিতে গুণ্ডা বাহিনি ষড়যন্ত্র করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

এদিকে বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রোববার (৩০ জুলাই) সারা দেশের সব জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।

শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ কর্মসূচির ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১

ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা ট্যানারি শ্রমিকদের

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার 

নির্বাচন বানচাল করার পাঁয়তারা চলছে : জামাল হায়দার

প্রেমে ব্যর্থ হয়ে ‘পাগল’ হওয়া : বিজ্ঞান কী বলে?

বিএনপি নেতা কায়কোবাদের সঙ্গে তুর্কি এমপির সাক্ষাৎ

তালতলী প্রেসক্লাবের সভাপতি শাহাদৎ, সাধারণ সম্পাদক নাঈম 

সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় : নীরব

যশোরে বিএনপির দুই নেতা বহিষ্কার

‘গোল্ডেন ডোম’ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা : কীভাবে কাজ করবে?

১০

ছাত্রদল নেতা হত্যা মামলায় প্রধান আসামি হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

১১

‘নির্বাচন নিয়ে ধোঁয়াশা রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে’

১২

‘রাজনীতি করে স্বাধীনভাবে কথা বলতে পারব না, এটা হতে পারে না’

১৩

গোপালগঞ্জের মাটিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না : সেলিমুজ্জামান 

১৪

পাবিপ্রবির সামনে যুবকের লাশ উদ্ধার

১৫

কূটনৈতিক মিত্রতা আরও দৃঢ় করতে একমত ইসলামাবাদ ও কাবুল

১৬

জুলাই হত্যার দায়ে আ.লীগের বিচার চাইলেন সাকি

১৭

আ.লীগের লুটপাটের রাজনীতি দেশকে অর্থনৈতিক সংকটে ফেলেছে : মিফতাহ্ সিদ্দিকী

১৮

অপরাধ নয়, এখন অবৈধ অভিবাসী ধরার লক্ষ্য মার্কিন পুলিশের

১৯

পানি দিবস উপলক্ষে খুলনায় গোলটেবিল আলোচনা

২০
X