কুমিল্লায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মঙ্গলবার (২৭ আগস্ট) জেলার লালমাই এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা।
ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি সরদার মো. নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ খান, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, আসাদুজ্জামান আসাদ, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমি দিপু, সহআইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম রনি, সহকৃষিবিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহআপ্যায়ন সম্পাদক সহিদুজ্জামান পাশা; সদস্য আমানুল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দল নেতা অমিত হাসান হাফিজ, লিটন মোল্লাসহ সংগঠনের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন