কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে দেশে আনতে যা করছে সরকার

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন : সরকার আদালতকে ব্যবহার করছে : মির্জা ফখরুল

ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যুক্তরাজ্য সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’

মামলার রায় প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিচারের রায় স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সরকার এই মামলা দায়ের করে নাই। বিএনপির পছন্দের তত্ত্বাবধায়ক সরকারই এই মামলা করেছিল। ‘আমাদের সরকার যদি প্রতিহিংসা পরায়ণ হতো তাহলে আমরা মামলা করতাম, আর রায়ের জন্যও ১৪ বছর অপেক্ষা করতে হতো না, অনেক আগেই রায় হতো।’

আরও পড়ুন : ‘আন্দোলনে ভয় পেয়ে তারেক-জুবাইদার বিরুদ্ধে ফরমায়েশি রায়’

রায় পরবর্তী বিএনপির সংবাদ সম্মেলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে এবং আগামীকালও তাদের কর্মসূচি আছে। কিন্তু আমাদের সরকারের আমলে এই মামলা হয়নি। এই মামলা হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে, যখন ইয়াজউদ্দিন সাহেবকে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি বানিয়েছিলেন। বিশ্বব্যাংকে কর্মরত ফখরুদ্দীন সাহেবকে ধরে এনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আর সেই সেনাসমর্থিত সরকারের সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিল সাতজনকে ডিঙিয়ে। তাদের পছন্দের মানুষরাই যখন ক্ষমতায়, তখন এই মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় তাদের শাস্তি হয়েছে।’

রায় নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আইন-আদালত কোনো কিছুর ওপরই তো বিএনপির কোনো আস্থা নেই, কোনো কিছুকে তারা তোয়াক্কা করে না, শুধু ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে যায়। আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা প্রয়োজনে আমাদের কাছে আসে।’

আরও পড়ুন : নির্বাচনের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে যা বললেন আইনমন্ত্রী

বুধবার রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার জনসভা প্রকৃত অর্থে স্মরণকালের বিশাল জনসমুদ্রের রূপ নিয়েছিল। এতেই প্রমাণিত হয় দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে কতটুকু ভালোবাসে, এতেই প্রমাণিত হয় জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের ওপর দেশের মানুষের আস্থা, বিশ্বাস ও সমর্থন আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রংপুর শহরে জেলা স্কুল মাঠে জনসভার ডাক দিয়েছিলাম। কিন্তু কার্যত পুরো রংপুর শহরই জনসভাস্থলে রূপান্তরিত হয়। হুইল চেয়ারে বসে ৯৬ বছর বয়সী ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা, বৃদ্ধ মহিলাসহ লাখ লাখ মানুষ সেখানে যোগদান করেছে। মাঠের বাইরে চার থেকে পাঁচ কিলোমিটারব্যাপী জনসভাস্থলের চেয়ে অন্তত ১০ গুণ বেশি মানুষ ছিল। জননেত্রী শেখ হাসিনাকে সম্ভাষণ জানানোর জন্য মানুষের মধ্যে যে বিপুল উৎসাহ-উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, তাতে আমরা অভিভূত হয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, মুচলেকায় মুক্তি ১৪ জেলের

পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আফ্রিকার এক দেশকে চাপে ফেলে ফিলিস্তিনিদের স্থানান্তরের ছক যুক্তরাষ্ট্রের

খুলনায় তারুণ্যের সমাবেশ / নজর কেড়েছে ডা. পলা‌শের নেতৃত্বে ড‌্যা‌বের মে‌ডি‌কেল ক‌্যাম্প

দেশজুড়ে টানা বজ্রবৃষ্টির শঙ্কা

ভারত-পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা

অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের

এবার গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছেন হলিউড তারকারা!

১০

আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান

১১

ইন্টারনেটের দাম নিয়ে আসছে সুখবর

১২

যুদ্ধ জিতেছি, চাই শান্তি- ভারতের প্রতি শেহবাজের আহ্বান

১৩

বাংলাদেশে ফিলিস্তিন নীতি নিয়ে আলাপ / বাংলাদেশকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জোরালো করার পরামর্শ

১৪

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

১৫

কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

১৬

বাংলাদেশ-ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

১৭

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

১৮

রিমান্ড শেষে এমপি মমতাজ কারাগারে 

১৯

ডাক অধিদপ্তরের দায়িত্বে নগদ, দৈনিক লেনদেন বৃদ্ধি ১০০ কোটি টাকা

২০
X