কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিবে : সেলিম উদ্দিন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণমানুষের সার্বিক কল্যাণ মুক্তির জন্য জনগণের বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, দুনিয়া খুব ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য এ পৃথিবীতে এসেছি। আল্লাহতায়ালা আমাদের পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। পবিত্র কালামে হাকিমের সুরা আল মূলকে বলা হয়েছে- ‘আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি এজন্য, কে সবচেয়ে নেক আমল করে তা পরীক্ষা করার জন্য’। আর যারা হেদায়েতের ওপর রয়েছেন তাদের কোনো দুঃশ্চিন্তা নেই। সে হেদায়েত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তাই কোনো মুমিনের পক্ষে দুনিয়াতে স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ নেই বরং আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ মুমিনের কাজ। আর ইসলাম হচ্ছে শাস্বত ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই দুনিয়ায় শান্তি ও পরকালীন মুক্তির জন্য সকলকে ইসলামের ছায়াতলেই আশ্রয় গ্রহণ করতে হবে। মানবরচিত কোন আদর্শ বা মতবাদ মানুষের জন্য কল্যাণকর নয়। বিষয়টি প্রমাণিত সত্য।

জামায়াত দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে আপসহীন থাকার আহবান জানান।

তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো প্রত্যেক নবী-রাসুলগণের ওপর ফরজ ছিল। সর্বশেষ বিশ্বনবী (সা.) এ দায়িত্ব নিয়েই দুনিয়াতে এসেছিলেন। আসহাবে রাসুল (সা.)-গণ এই দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন। সে ধারাবাহিকতায় তা এখন আমাদের ওপর বর্তায়। আর দ্বীন কায়েমের পথ মোটেই ফুল বিছানো নয়, বরং এতে নানা ঘাত-প্রতিঘাত রয়েছে। দ্বীনে হক্বের দাওয়াত দিতে নবী-রাসূলগণও জুলুম-নির্যাতনের হাত থেকে রেহাই পাননি। তাই সকল প্রকার বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। ছাত্র-জনতার বিপ্লবকে কাজে লাগিয়ে স্বৈরাচার ও ফ্যাসীবাদ মুক্ত দেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় পতিত স্বৈরাচার আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে।

থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হামিদুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম জোন সহকারী মাহবুবুল হক, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমীর মাহবুবুর রহমান, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান,উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম, তুরাগ দক্ষিণ থানা সেক্রেটারি আবু বকর সিদ্দিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলের একক মাতবরি থাকবে না : নুর

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতন চিহ্ন

প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন / ‘আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক’

শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান আজহারির

১০

চাকসু নির্বাচন  / চারুকলার হোস্টেলের ফল ঘোষণা

১১

বাসে ধর্ষণচেষ্টা, চালকসহ ৫ নামে মামলা

১২

সাতক্ষীরায় জামায়াতের দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন

১৩

স্বামী-স্ত্রীর মধ্যে কে আগে ঝগড়া শুরু করেন? যা বলছে গবেষণা

১৪

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

১৬

অর্থপাচার মামলা / মার্কিন নাগরিক এনায়েত করিমের জামিন নামঞ্জুর 

১৭

রাকসু নির্বাচন পর্যবেক্ষণে থাকবে ১০ সদস্যের কমিটি

১৮

উচ্চ আদালতকেও সংস্কার করতে হবে : আসিফ নজরুল

১৯

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

২০
X