কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের লুটপাটের বিপরীতে গণতন্ত্রের জন্য লড়াই করেন তারেক রহমান : খন্দকার এনাম

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেছেন, হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে ডিজিটাল সিস্টেমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। এখানেই তারেক রহমান ব্যতিক্রম, এখানেই তারেক রহমানের মহত্ব। এ কারণে তারেক রহমানের আহ্বান, কর্মসূচিকে জনগণ বিশ্বাস করেছে, আস্থায় নিয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেটে থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এই কর্মী সভা হয়।

খন্দকার এনামুল হক এনাম বলেন, হাসিনাপুত্র জয় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করে নিয়ে গেছে। ডিজিটালের কথা বলে ডিজিটাল সিস্টেমে বাংলাদেশ ব্যাংকসহ শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যায়। আর তার সিন্ডিকেটের মূলহোতা ছিলেন ‘দরবেশ’ সালমান এফ রহমান, সামিটের ফারুক খানসহ দেশের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দেশের লুন্ঠিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেন।

তিনি বলেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর থেকেই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করেন। তারেক রহমান জনগণের কাছে কমিটমেন্ট করেন- দিনের ভোট দিনে হবে, কখনো রাতে ভোট হতে দেয়া হবে না। পাশাপাশি সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যও আন্দোলন শুরু করেন। তারেক রহমানের এসব কর্মসূচিকে জনগণ বিশ্বাস করে, আস্থায় নেয়।

এনাম বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে জনগণ তার আহবানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন ত্বরান্বিত হয়।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা নানা ইস্যুকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই আহবায়ক। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে।

সভায় মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও ভারতে বসে বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। হাসিনার দেশবিরোধী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমরা দীর্ঘকাল ধরে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছি। এই ইস্যুতে কাউকে কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে যুবদল রাজপথে থাকবে।

১৮ নম্বর ওয়ার্ড (পূর্ব) যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মো. মুকিত হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিল কাপুরের সঙ্গে শয্যা দৃশ্য, ক্যামেরার সামনেই চিৎকার ঐশ্বরিয়ার

শ্বশুরবাড়িতে আগুন দিয়ে পালাল জামাই

সিলেটে মানববন্ধনের ঘোষণা দিয়ে স্থগিত করল এনসিপি

রুমিন ফারহানা ইস্যুতে এনসিপির সংবাদ সম্মেলন

হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী

‘এই অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি’

জর্জিনার আংটিতে লুকিয়ে রোনালদোর প্রেমবার্তা!

বিশ্ব বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

এনবিআইইউ প্রক্টর বরখাস্ত

ভোক্তা অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১০

আবারও ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

১১

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১২

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল, ‌স্লোগা‌নে উত্তাল অষ্টগ্রাম

১৩

ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত

১৪

পোষ্য টাইসনকে মৃত অবস্থায় পেলেন নিলয় আলমগীর

১৫

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

১৬

রোহিঙ্গা ক্যাম্পে প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

১৭

আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 

১৮

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

১৯

ক্রিকেটের যে নিয়ম পরিবর্তন করতে চান শচীন

২০
X