বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্যরা।
শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে কোকোর কবরে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
আরও পড়ুন : দেশে এখন একজনের কথাই আইন : জি এম কাদের
পরে সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য শাম্মী আখতার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কাদের গণি চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান।
মন্তব্য করুন