কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

‘মোদির স্ট্যাটাস বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ’

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল। ছবি : সংগৃহীত

ভারতের সাম্প্রতিক বাংলাদেশবিরোধী ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বাংলাদেশের বিজয় দিবস নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, তা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

ভারতকে হুঁশিয়ারি দিয়ে জুয়েল বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় শক্তিশালী দেশই হোক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুরে ১নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

শরীফ উদ্দীন জুয়েল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ। তারা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। ভারত আমাদের প্রতিবেশী, এর বেশি কিছু নয়।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা দীর্ঘ ১৭ বছর হামলা-মামলার শিকার হয়েছে, জেল খেটেছে কিন্তু বিগত স্বৈরাচার সরকারের রক্তচক্ষুর সামনে মাথানত করেনি এবং যারা সংগঠনের দুর্নাম হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি- একমাত্র তারাই যুবদলে স্থান পাবে।

অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, কোনো অনুপ্রবেশকারী কিংবা হাইব্রিডের স্থান যুবদলে নেই। যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেবে, যুবদল তাদেরও চিহ্নিত করে রাখবে।

যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের উদ্দেশে জুয়েল বলেন, নিজেদের চিনুন, নিজেদের জানুন; নিজেদের মূল্যায়ন করতে শিখুন। তিনি আরও বলেন, যুবদল ঢাকা মহানগরের শপথ- সংগঠনকে ঢেলে সাজানো, সংগঠনকে হাইব্রিডমুক্ত করা।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে ‘বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা জনগণের ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। জনগণের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছিল, যা বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। জুয়েল বলেন, বিএনপি জনগণের দল, জনকল্যাণমুখী দল। ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা প্রদান করেন তিনি।

জুয়েল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুবদলের কোনো নেতাকর্মী জনদুর্ভোগের সৃষ্টি হয়- এমন কোনো কাজে জড়িত হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

এ সময় আরও বক্তব্য দেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার বিচার দাবিতে আজ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেনীতে ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬-৪ ডিগ্রিতে

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

১০

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

১১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১২

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১৩

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১৪

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

১৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

১৭

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

১৮

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

১৯

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

২০
X