শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই : আমিনুল হক 

উত্তরা পশ্চিম থানা বিএনপির কর্মিসভা। ছবি : সংগৃহীত
উত্তরা পশ্চিম থানা বিএনপির কর্মিসভা। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, গত ১৭ বছর ধরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের ওপর যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, আপনারা কি গত ১৭ বছরের পতিত আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাবেন! ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর রোড মাঠে উত্তরা পশ্চিম থানা বিএনপির এক কর্মিসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালায় আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসে আমাদের যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অনেক ভাইদের জীবন দিতে হয়েছে। আমাদের অনেক ভাই এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে।

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর এই আওয়ামী স্বৈরাচারের পতন আন্দোলন এবং গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখে সাহসিকতার পরিচয় দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের সাহসিকতার কারণেই বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশের মানুষ প্রত্যাশা করে- দেশে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়।

তিনি বলেন, আমরা আজকে স্বাধীন এই বাংলাদেশে। স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছি। স্বাধীনভাবে কথা বলতে পারছি। স্বাধীনভাবে চলাচল করতে পারছি। আমরা চাই এই মুক্ত আকাশে বাংলাদেশের মানুষ আর যেন কোনো স্বৈরাচারের মুখোমুখি না হয়। এজন্য এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে সিন্ডিকেট করে শেয়ারবাজারকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো ডাকাতি ও লুটপাট করে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সাবেক কাউন্সিলর আলী আকবর আলী, ডা. একেএম কবির আহমেদ রিয়াজ, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বাক মো. চান মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাশেদ আলম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১০

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১১

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১২

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৪

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৫

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৬

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৭

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৮

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৯

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

২০
X