বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ গত ৭ জানুয়ারি শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী দলগুলোর শীর্ষ নেতাদের শীতের পিঠা উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে বাংলাদেশে অবস্থিত সব দূতাবাসেও শীতের হরেক রকমের পিঠা উপহার দেওয়া হবে।
তারেক রহমানের পক্ষে এরই মধ্যে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ছাত্রদলের চার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক পিঠা বিতরণ শুরু করেছেন।
তাদের মধ্যে রয়েছেন- ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাইফ মাহমুদ জুয়েল।
সংশ্লিষ্টরা জানান, বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য, ৬৫টি রাজনীতিক দলের শীর্ষ নেতা এবং বাংলাদেশে অবস্থিত সব দূতাবাসে বিভিন্ন ধরনের শীতের পিঠা উপহার দেওয়া হবে।
মন্তব্য করুন